নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে জনসমর্থন আদায়ে প্রয়োজনে ভোটারদের হাত-পা ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
শুক্রবার বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে নগরীর দেওভোগে শেখ রাসেল পার্কে বিজয় সমাবেশে তিনি এ আহ্বান জানান।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দলের পরিচালনা কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক নানক বলেন, ‘দলীয় নেতাকর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। ভোটারদের হাত ধরতে হবে, পা-ও ধরতে হবে। ভোটারদের নৌকা মার্কায় ভোট দিতে টানতে হবে।’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কোনো ষড়যন্ত্র আইভীর বিজয় রুখতে পারবে না। নেতায়-নেতায় প্রতিযোগিতা থাকতেই পারে। তবে প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় পরিণত না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে। ’
নানক বলেন, ‘মাননীয় নেত্রী (শেখ হাসিনা) চুলচেরা বিশ্লেষণ করে মনোনয়ন দিয়েছেন। সেলিনা হায়াৎ আইভী গতবার ৮৩ হাজার ভোটে জয়লাভ করেছিলেন। ইনশাআল্লাহ এবার লক্ষাধিক ভোটে জয়লাভ করবেন।’
কেন্দ্রভিত্তিক কমিটি হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘প্রত্যেক কেন্দ্রভিত্তিক কমিটির দায়িত্ব হবে- ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার প্রার্থী আইভীর আহ্বানটি পৌঁছে দিতে হবে।’
সমাবেশে বক্তব্য দেন সেলিনা হায়াৎ আইভী। ছবি: নিউজবাংলা
তিনি আরও বলেন, ‘নির্বাচন ঘিরে জেলা ও মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। সেলিনা হায়াৎ আইভীকে সামনে নিয়ে আগামী ১৬ জানুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, এই নির্বাচনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে বিএনপির একজন দাঁড়িয়েছেন। তিনি তার লেভেলটাকে আপাতত উঠিয়ে ফেলেছেন। তিনি বলতে চান, তিনি নিরপেক্ষ-নির্দলীয় প্রার্থী।’
এ সময় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাতসহ অনেকে উপস্থিত ছিলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক মির্জা আজম, এস এম কামাল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজীসহ অনেকে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।