লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ আট মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার কাশিপুর থেকে বৃহস্পতিবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বরকত উল্যাহর বাড়ি বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর এলাকায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক শুক্রবার সকালে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরকতের নামে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ আটটি মামলা আছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে কাশিপুর থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। এখন তার নামে অস্ত্র আইনে আরেকটি মামলা হবে।
তবে বরকতের মায়ের অভিযোগ, রোববার রাতে ভাড়া করা গাড়িতে চট্টগ্রাম থেকে বাড়িতে ফিরছিলেন বরকত। ফেনী থেকে তাকে তুলে নেয়া হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার পরিবারের লোকজন চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তাদের অভিযোগ নেয়নি।