বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সন্তান হত্যা মামলায় পলাতক মা গ্রেপ্তার

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২১ ০১:৪৭

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘গোপন সংবাদে উপজেলার সীমান্তবর্তী মাগুরা গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।’

বরিশালের গৌরনদীতে চার মাসের সন্তানকে পানিয়ে চুবিয়ে হত্যা মামলায় মা ছালেহা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার সীমান্তবর্তী মাগুরা গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এসব নিশ্চিত করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামে ২০ ডিসেম্বর সকালে শিশু জুবায়েরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, জুবায়েরের জন্মের পর থেকেই ছালেহা বেগম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। প্রায়ই তিনি বলতেন, স্বপ্নে জুবায়েরকে মেরে ফেলার নির্দেশ পেয়েছেন তিনি। এজন্য স্থানীয় মৌলভী এনে ঝাড়ফুঁক করা হয়েছিল ছালেহাকে।

পরিবারের সদস্যদের ভাষ্য, ১৯ ডিসেম্বর রাত সাড়ে ১১টার পর থেকে ছালেহা বেগম ও তার শিশু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত ১২টার দিকে গোয়াল ঘরের পাশে ছালেহাকে খুঁজে পান তারা। দেখেন, পানিভর্তি একটি বালতিতে সন্তানকে চুবিয়ে রেখেছেন তিনি। লোকজন দেখে পালিয়ে যান ছালেহা। পরে বালতিতে মৃত পাওয়া যায় শিশুটিকে।

এ ঘটনায় পরদিন গৌরনদী থানায় হত্যা মামলা করেন জুবায়েরের বাবা সাগির হোসেন তালুকদার।

এ বিভাগের আরো খবর