বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুলিশ-বিএনপি সংঘর্ষের মামলায় আসামি ২ হাজার

  •    
  • ২৪ ডিসেম্বর, ২০২১ ০১:৩২

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ সদর থানার এসআই নাজমুল হাসান মামলা করেন। মামলায় অনুমতি না নিয়ে সমাবেশ করা, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, রাস্তায় আগুন দিয়ে নাশকতা চালানো, পুলিশের দুটি গাড়ি-পৌরসভা ভবন-সার্কিট হাউজ ভবন ভাংচুর করার অভিযোগ আনা হয়েছে।

হবিগঞ্জে বিএনপির প্রতিবাদ সভাকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৭০ জনের নাম উল্লেখ করে দুই হাজারজনকে আসামি করে মামলা হয়েছে।

বুধবারের ওই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান এই মামলা করেন।

মামলায় অনুমতি না নিয়ে সমাবেশ করা, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, রাস্তায় আগুন দিয়ে নাশকতা চালানো, পুলিশের দুটি গাড়ি-পৌরসভা ভবন-সার্কিট হাউজ ভবন ভাংচুর করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের এই মামলায় প্রধান আসামি করা হয়েছে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিকে গউছ ও জেলা বিএনপি আহবায়ক আবুল হাসিমকে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ নিয়ে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার শহরের শায়েস্তানগর নিজ কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বিএনপি। অনুমতি না নিয়ে সমাবেশের আয়োজন করায় পুলিশ বাধা দেয়।

ওসি জানান, এক পর্যায়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী রাস্তায় নেমে এসে আগুন ধরিয়ে দেন এবং পুলিশরে পর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় তারা পুলিশের দুটি গাড়ি, পৌরসভা ভবন, সার্কিট হাউজ ভবন ভাংচুর করেন। বড় ধরনের নাশকতা এড়াতে পুলিশে এক হাজার ২০০ রাউন্ড রাবার বুলেট ও ৯০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

তিনি জানান, বিএনপি নেতাকর্মীদের হামলায় ১২ জন পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে গুরুত্বর অবস্থায় চারজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বর্তমানে তারা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

এ বিভাগের আরো খবর