রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেটে বাসের জন্য অপেক্ষায় থাকা এক যুবক ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকের এ ঘটনায় আহত যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ১৮ বছর বয়সী আব্দুর রব ব্রাদার পরিবহনের বাসের চালকের সহযোগী হিসেবে কাজ করেন। তিনি সাভারের বৈলারপুরের প্রয়াত জাকির হোসেনের ছেলে।
আহত রবকে উদ্ধার করে হাসপাতালে নেয়া শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) ইমরানুল হাসান নিউজবাংলাকে জানান, আব্দুর রব সাভার যাওয়ার উদ্দেশে বাসের জন্য আসাদগেট অপেক্ষা করছিলেন। হঠাৎ ৫-৬ ছিনতাইকারী কোনো কিছু বোঝার আগেই ‘কি আছে দে’ বলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
‘আমরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় রবকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসি। ওর পেটে এবং বাম পায়ে ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে। ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’
আব্দুর রবের ভাই মোহাম্মদ রানা বলেন, ‘আমার ভাই বাসে ডিউটি শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের তুরাগ হাউসিংয়ে আমার বসায় এসে আমার থেকে এক হাজার এবং মায়ের কাছ থেকে দুই হাজার টাকা নেয় প্যান্ট ও শার্ট কেনার জন্য।
‘টাকা নিয়ে সাভারের উদ্দেশে যাওয়ার জন্য আসাদগেটে অপেক্ষা করার সময় ছিনতাইকারীর কবলে পড়ে সে। রবকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে তিন হাজার টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। ঘটনার সময় সে একজনকে ধরে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করেছে।’