অবৈধভাবে এসব মাদক সংরক্ষণ ও সেবনের অভিযোগ এনে উত্তরা পূর্ব থানায় মামলাটি দায়ের করা হয়।
সদ্য বহিষ্কৃত ও গ্রেপ্তার হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জের পৌর মেয়র শাহ নেওয়াজ শাহেন শাহ’র বিরুদ্ধে মামলা করেছে র্যাব। র্যাবের মিডিয়া উইং থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
রাজধানীর উত্তরা পূর্ব থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেছে র্যাব-১।
এর আগে সকালে উত্তরার একটি আবাসিক হোটেলে আত্মগোপনে থাকা অবস্থায় শাহেন শাহ’কে গ্রেপ্তার করে র্যাব। সে সময় তার কাছ থেকে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয় বলে জানানো হয়। অবৈধভাবে এসব মাদক সংরক্ষণ ও সেবনের দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়।