বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মালদ্বীপে হাজারো বাংলাদেশিকে নিয়মিত করতে আলোচনা

  •    
  • ২৩ ডিসেম্বর, ২০২১ ১৯:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা অনথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণের বিষয়েও আলোচনা করেছি, যাদের অবদান উভয় অর্থনীতিতে যথেষ্ট।’

মালদ্বীপে থাকা হাজারো অনথিভুক্ত বাংলাদেশিকে নিয়মিত করতে আলোচনা করেছে দুই দেশ।

ছয় দিনের সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার মালদ্বীপের প্রেসিডেন্ট ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রতিনিধিদের বৈঠকে বিষয়টি আলোচনা হয়।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানিয়েছেন।

বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, মালদ্বীপে দেড় লক্ষাধিক বাংলাদেশি আছেন। তাদের মধ্যে ৫০ হাজারের বেশি অনথিভুক্ত।

এসব বাংলাদেশির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অনথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণের বিষয়েও আলোচনা করেছি, যাদের অবদান উভয় অর্থনীতিতে যথেষ্ট। আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, বাংলাদেশ সরকার বর্তমান মহামারির উন্নত পরিস্থিতির প্রেক্ষাপটে মালদ্বীপের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

‘আমরা বহুপাক্ষিক ফোরামে আমাদের সহযোগিতা, বিভিন্ন আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে একে অপরের প্রার্থীদের সমর্থন এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতার বিষয়েও আলোচনা করেছি। আমরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনের জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি।’

বৈঠকের পর মালদ্বীপের সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর, যুব ও ক্রীড়া বিষয়ে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) ও একটি চুক্তিতে সই করে বাংলাদেশ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায় মালদ্বীপ।

রাজধানী মালেতে মালদ্বীপ প্রেসিডেন্টের জেটিতে বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানান দ্বীপদেশটির রাষ্ট্রপ্রধান ইব্রাহিম মোহামেদ সলিহ।

ওই সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পারফরম্যান্স করে মালদ্বীপের স্কুলশিক্ষার্থীরা।

মালদ্বীপ প্রেসিডেন্ট দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ২১টি গান স্যালুট দেয় মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী (এমএনডিএফ)। দেশটির সামরিক ব্যান্ড দল দুই দেশের জাতীয় সংগীত বাজায়।

গার্ড অব অনারের সময় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমসহ সফরকারী দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভ্যর্থনার আনুষ্ঠানিকতা শেষে শোভাযাত্রার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে নেয়া হয় প্রেসিডেন্টের দপ্তরে। সেখানে দর্শনার্থীদের জন্য রাখা বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

পরে সলিহর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। দুজনের বৈঠক শেষে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেয় দুই দেশের সরকার, রাষ্ট্রপ্রধানসহ প্রতিনিধি দলের সদস্যরা।

পরবর্তী সময়ে এমওইউ সইয়ের সময় উপস্থিত থেকে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন মালদ্বীপের প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এ বিভাগের আরো খবর