বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভাড়ার দোকান নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

  •    
  • ২৩ ডিসেম্বর, ২০২১ ১৮:২০

খবির মাতুব্বর বলেন, ‘আমাদের দোকানঘর ভাড়া নিয়ে জোর করে দখলে রাখতে চায় ইস্রাফিল। ঘর খালি করতে বলায় জোরপূবর্ক লোকজন নিয়ে মারামারি করেছে। আমি আইনগত ব্যবস্থা নেব।’

মাদারীপুরে দোকানঘরের মালিক ও ভাড়াটের মধ্যে দ্বন্দ্ব নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন নারীসহ অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের ও ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, সদর উপজেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকার সৌদি প্রবাসী দিপু মাতুব্বরের একটি দোকানঘর তিন বছর আগে ভাড়া নেন ঝিকরহাটি গ্রামের ইস্রাফিল জমাদ্দার। আগামী ১ জানুয়ারি সেই ভাড়ার চুক্তি শেষ হবে। এ জন্য বৃহস্পতিবার দুপুরে দোকান খালি করে দিতে বলেন ঘরমালিক দিপু মাতুব্বরের ভাই খবির মাতুব্বর।

এ নিয়ে তখন খবির ও ইস্রাফিলের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ইস্রাফিলের লোকজন বড়মেহের এলাকায় ভাঙচুর চালান। বিষয়টি জানাজানি হলে ঝিকরহাটি ও বড়মেহের গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এ ছাড়া স্থানীয় শাহজালাল নামে একজনের বাড়িতে হওয়া অনুষ্ঠানেও হামলা চালানো হয়। সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে খবির মাতুব্বর বলেন, ‘আমাদের দোকানঘর ভাড়া নিয়ে জোর করে দখলে রাখতে চায় ইস্রাফিল। ঘর খালি করতে বলায় জোরপূবর্ক লোকজন নিয়ে মারামারি করেছে। আমি আইনগত ব্যবস্থা নেব।’

ভাড়াটিয়া ইস্রাফিল বলেন, ‘আমি তাদের কথামতো দোকানঘর মেরামত করেছি। এখন জোর করে আমাকে বাদ দিয়ে অন্যদের ভাড়া দেবে। এটা মেনে নেয়া যাবে না। জোরজুলুম করে আমার মালামাল নষ্ট করেছে। আমিও তাদের বিচার চাই।’

সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা আছে। আইনগত ব্যবস্থাও নেয়া হবে।

এ বিভাগের আরো খবর