মানিকগঞ্জের সিংগাইরে হ্যালোবাইকের চাকায় চাদর পেঁচিয়ে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সিংগাইর উপজেলায় মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
৪৭ বছর বয়সী মৃত কুদ্দুস আলীর বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার জয়লা এলাকায়। তিনি সাভারের তেতুলঝোড়া এলাকায় সবজি ব্যবসা করতেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্যা নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে ধল্লা বাজার থেকে সবজি কিনে কুদ্দুস হ্যালোবাইকে তেতুলঝোড়ায় ফিরছিলেন। তার গায়ের চাদর হ্যালোবাইকের চাকায় পেঁচিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
ওসি বলেন, ‘মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে কুদ্দুসের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’