কুমিল্লার দাউদকান্দিতে ওয়াজ মাহফিলে এসএসসি পরীক্ষার্থী ইখতেখার হাসান ইমন হত্যায় চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি জানান, বুধবার আসামিদের উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
গ্রেপ্তার চারজন হলেন দাউদকান্দি থানার মালাখালা গ্রামের বাসিন্দা ও মামলার প্রধান আসামী নাছির উদ্দিন, একই গ্রামের মামলার ইয়াছিন, হৃদয় ও নারিকেলতলা গ্রামের মাইনুদ্দিন।
র্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত সোমবার মালাখালা গ্রামের নারিকেলতলা নূরানি মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলে বিকেলে অংশ নেন ইমন। পূর্ব শত্রুতার জেরে সেখানেই আসামিরা তাকে ছুরি, দা ও লাটি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
আশঙ্কাজনক অবস্থায় ইমনকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।
ওই ঘটনায় বুধবার ইমনের চাচা জামাল হোসেন দাউদকান্দি থানায় ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বুধবার রাতেই র্যাব তাদের কাছে আসামিদের হস্তান্তর করেছে। বৃহস্পতিবার আইনানুগ কার্যক্রম শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।