আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর এক কর্মীকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।
উপজেলার সাফা ইউনিয়নের ফুলঝুড়ি পাতাকাটা এলাকায় বুধবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বিপ্লব বেপারীর বাড়ি সাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, বুধবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে সাফা ইউনিয়নের নৌকার প্রার্থী হারুন তালুকদারের নির্বাচনী সভা শেষে প্রচারে নামেন তার কর্মী-সমর্থকরা। তারা ফুলঝুড়ি পাতাকাটা নামক এলাকায় এলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে কর্মী বিপ্লব বেপারীর ডান হাত মারাত্মক জখম হয়।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
তবে এই প্রতিপক্ষ কারা এ ব্যাপারে এখনও কিছু জানাননি নৌকার প্রার্থী হারুন তালুকদার। তাকে বেশ কয়েকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
নিউজবাংলাকে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা, দাউদখালি, সাফাসহ চার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।