বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপিকে ইনু: সংলাপে গেলে বুঝবেন, নাটক না অন্য কিছু

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২১ ১৯:৩৮

‘বিএনপি ২০১৪ সালে নির্বাচন বানচালের চক্রান্ত করেছিল। আগামী নির্বাচনও বানচাল করার চক্রান্ত করছে তারা। এটা দুঃখজনক।’

‘সংলাপে ঢোকেন, তারপর বুঝবেন সেটা নাটক, না অন্য কিছু।’ বিএনপিকে উদ্দেশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমন মন্তব্য করেছেন।

বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাসদ সভাপতি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশন (ইসি) গঠনে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি। সে অনুসারে বুধবার ডাক পায় জাসদ।

সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠনে উদ্যোগী হন রাষ্ট্রপতি। এদিন জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসে।

রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব বলে মনে করেন তিনি। জাতীয় ও স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দল ও সুশীল সমাজের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি।

নির্বাচন কমিশন গঠনে এ নিয়ে তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির সংলাপ আয়োজন করা হলো। তবে আগের দুই সংলাপে দেশের প্রধান সব দলকে পাওয়া গেলেও এবার বিএনপির অংশগ্রহণ নিশ্চিত নয়।

বিএনপি বলেছে, রাষ্ট্রপতির সংলাপের আমন্ত্রণ পেলে তারপর দলীয় সিদ্ধান্ত নেয়া হবে। তবে এর আগে দলটির নেতারা রাষ্ট্রপতির সংলাপে অংশ না নেয়ার ইঙ্গিত দিয়েছেন। সংলাপ শুরুর দিন এই উদ্যোগকে ‘বায়োস্কোপ’ বলে কটাক্ষ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপিকে উদ্দেশ করে ইনু বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে সংলাপকে যারা নাটক বলছেন তাদের উদ্দেশ্যে শুধু বলবো-সংলাপে গেলে বুঝবেন, প্রহসন না ভাল জিনিস। সংলাপে না গিয়ে প্রহসন কিংবা নাটক বলা বাঞ্ছনীয় নয়। সংলাপে ঢোকেন, তারপর সেটা নাটক না অন্য কিছু সেটা বুঝবেন।

‘রাষ্ট্রপতির এই উদ্যোগকে স্বাগত না জানিয়ে যারা নাকচ করে দিচ্ছেন তারা সংলাপ প্রক্রিয়াটিকেই বানচাল করে দিচ্ছেন। এটা আমরা দেখেছি। যারা নির্বাচনই বানচাল করতে চান, তারা তো সংলাপও বানচাল করতে চাইবেন। বিএনপি ২০১৪ সালে নির্বাচন বানচাল করার চক্রান্ত করেছিল। আগামী নির্বাচনটাও বানচাল করার চক্রান্ত করছে তারা। এটা দুঃখজনক।

এ বিভাগের আরো খবর