বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুকুকের ৩ হাজার কোটি টাকা পেল বেক্সিমকো

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২১ ১৯:৩২

ডিএসই ওয়েবসাইটে বলা হয়েছে, সুকুক বন্ডের মাধ্যমে বেক্সিমকো লিমিটেডের যে ৩ হাজার কোটি টাকা উত্তোলনের লক্ষ্যমাত্রা ছিল, সেটি গত ২১ ডিসেম্বর অর্জিত হয়েছে। ফলে পুরো প্রক্রিয়াটি সমাপ্ত করা হয়েছে।

অবশেষে সুকুক বন্ডের ৩ হাজার কোটি টাকা পেল পুঁজিবাজার তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেড। ডিএসই ওয়েবসাইটে বুধবার এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়েছে, সুকুক বন্ডের মাধ্যমে বেক্সিমকো লিমিটেডের যে ৩ হাজার কোটি টাকা উত্তোলনের লক্ষ্যমাত্রা ছিল, সেটি গত ২১ ডিসেম্বর অর্জিত হয়েছে। ফলে পুরো প্রক্রিয়াটি সমাপ্ত করা হয়েছে।

সুদবিহীন সুকুক বন্ড ছেড়ে ৩ হাজার কোটি টাকা তুলে বেশির ভাগ অংশই দুটি সৌরচালিত বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করবেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পারিবারিক প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড।

গত ১৬ আগস্ট সুকুকের আবেদন গ্রহণ শুরু হয়। ৩ হাজার কোটি টাকার মধ্যে বিদ্যমান শেয়ারধারীদের কাছ থেকে ৭৫০ কোটি টাকা তোলার পরিকল্পনা জানিয়ে আইপিও আবেদন চাওয়া হয়। আবেদনের মেয়াদ ২৩ আগস্ট শেষ হলে দেখা যায় মাত্র ৫৫ কোটি ৬১ লাখ ৫৫ হাজার টাকার জন্য আবেদন জমা পড়েছে।

এরপর ৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়। এই সময়ে কেবল একজন নতুন করে আবেদন করেছিলেন। এ অবস্থায় তৃতীয় দফায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয় মেয়াদ। সে সময় বিএসইসি বলেছিল, এই সময়ের মধ্যে সুকুকে আইপিও কোটা পূরণ না হলে তা বাতিল হবে।

এ অবস্থায় গত ১৫ ডিসেম্বর সুকুকের লক্ষ্যমাত্রার টাকা উত্তোলন শেষ করে বেক্সিমকো লিমিটেড।

আবেদনপ্রাপ্তিতে জটিলতা প্রশ্নে সালমান এফ রহমান বলেছিলেন, প্রথম দিকে সুকুক নিয়ে প্রচার না থাকায় বিনিয়োগকারীদের মধ্যে স্পষ্ট ধারণা ছিল না। পরে অবশ্য সুকুকে ভালো সাড়া পাওয়া গেছে।

৩ হাজার কোটি টাকার মধ্যে ২৬টি প্রতিষ্ঠান দিয়েছে ২ হাজার ১০৩ কোটি টাকা। বাকি টাকার মধ্যে ২ কোটি টাকা পাওয়া গেছে বর্তমান শেয়ারহোল্ডারদের কাছ থেকে। ১৩৫ কোটি টাকা সংগ্রহ হয়েছে আন্ডাররাইটার, ৪২৩ কোটি টাকা এসেছে পাবলিক সাবক্রিপশন থেকে এবং ৩৩৬ কোটি ৯২ লাখ টাকা পাওয়া গেছে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে।

সুকুকটির ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) এবং ইস্যু ম্যানেজার সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস ও অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট ।

সুকুকের টাকায় কী হবে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দা ও লাঠশালার চরে এক হাজার একর জমির ওপর নির্মাণ হচ্ছে ২০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র। এটিই দেশে এ ধরনের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।

অন্যদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্মিত হচ্ছে ৩০ মেগাওয়াটের করতোয়া সোলার লিমিটেড বিদ্যুৎকেন্দ্র।

বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেড এই দুই বিদ্যুৎকেন্দ্রের ৮০ শতাংশের মালিক। বাকি ২০ শতাংশ চীনের জিয়াংসু ঝংটিয়ান টেকনোলজি।

এই দুটি কেন্দ্র থেকে আগামী ২০ বছর ১৩ দশমিক ৯ টাকা করে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে সরকার।

এই দুটি বিদ্যুৎকেন্দ্রের ৭৫ শতাংশের মালিক বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সি পাওয়ার। আর এই প্রতিষ্ঠানের ৭৫ শতাংশের মালিক বেক্সিমকো লিমিটেড।

সম্প্রতি পিপিই শিল্পপার্ক স্থাপনে ৯০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বেক্সিমকো। এখান থেকে বছরে ৫ হাজার কোটি টাকার পণ্য রপ্তানির আশা করছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র এখান থেকে পণ্য কেনার চুক্তি করেছে।

সুকুক বন্ড কী

সুকুক বন্ডে কোনো সুদ নেই। এটি ট্রাস্টির মাধ্যমে পরিচালিত হয়। এই বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করে মূলত বড় বড় প্রকল্পে বিনিয়োগ করা হয়।

এসব প্রকল্পের মালিকানার অংশীদার হন সুকুক বন্ডের বিনিয়োগকারীরা, অন্য বন্ডে এই সুযোগ নেই। সুকুক বন্ডের বিনিয়োগ ব্যর্থ হলে ওই প্রকল্পের সম্পদ বিক্রি করে বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেয়ার সুযোগ আছে।

গত বছরের ডিসেম্বরে সুকুক বন্ড ছেড়ে ৪ হাজার কোটি টাকার বিনিয়োগ তোলে সরকার। এ অর্থ দেশজুড়ে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরিচালনায় ব্যয় করা হবে।

বিনিয়োগকারীরা কী পাবেন

সুকুক বন্ডের বিনিয়োগকারীরা চাইলে তাদের ইউনিটগুলো বেক্সিমকো লিমিটেডের শেয়ারে রূপান্তর করে নিতে পারবেন। প্রতি বছর সর্বোচ্চ ২০ শতাংশ হারে এটি করা যাবে। এ জন্য নির্ধারিত রেকর্ড ডেটের আগের ২০ দিনে বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দামের যে ভারিত গড় হবে, তার ২৫ শতাংশ কমে এ শেয়ার পাবেন সুকুকধারীরা।

অর্থাৎ উল্লিখিত সময়ে বেক্সিমকোর শেয়ারের গড় দাম ১০০ টাকা হলে রূপান্তর মূল্য হবে ৭৫ টাকা। তার মানে ১ হাজার টাকার সুকুক বন্ডের বিপরীতে মিলবে ১৩ দশমিক ৩৩টি শেয়ার। কেউ প্রথম বছর রূপান্তর না করলেও পরবর্তী বছরে এ সুযোগ নিতে পারবে। কেউ একেবারেই রূপান্তর না করলে, মেয়াদ শেষে নিয়ামানুযায়ী বিনিয়োগকৃত টাকা ফেরত পাবেন।

মুনাফা কেমন হবে

বেক্সিমকোর প্রাক্কলন বলছে, সুকুক বন্ডটির ভিত্তি মুনাফা হবে কমপক্ষে ৯ শতাংশ। এর বাইরে সুকুকটি অংশগ্রহণমূলক হওয়ায় বেক্সিমকো লিমিটেডের ঘোষিত লভ্যাংশের সঙ্গে সুকুকের মুনাফার যে ফারাক থাকবে, তার ১০ শতাংশ অতিরিক্ত মুনাফা হিসেবে যুক্ত হবে। বেক্সিমকো লিমিটেড ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলে সুকুকের নিশ্চিত মুনাফার সঙ্গে ফারাক হয় ১১ শতাংশ। এর ১০ শতাংশ হলো ১ দশমিক ১০ শতাংশ। তার মানে সুকুকধারীরা পাবেন ১০ দশমিক শতাংশ মুনাফা।

একই পদ্ধতিতে দ্বিতীয় বছরে ১০ দশমিক ৬০ এবং তৃতীয় বছরে ১১ দশমিক ১০ শতাংশ মুনাফা প্রাক্কলন করা হয়েছে। এ সময়ের মধ্যে সুকুকের যেই অংশ বেক্সিমকো লিমিটেডের শেয়ারে রূপান্তরিত হবে, সেটুকুর ক্যাপিটাল গেইন যোগ করলে মুনাফার হার আরও বাড়বে।

কোম্পানির কর্তাব্যক্তিরা মনে করেন, বাজার মূল্যের চেয়ে ২৫ শতাংশ কমে সুকুকধারীরা শেয়ার পাওয়ায় প্রতি বছর এ ক্ষেত্রে ইল্ড দাঁড়াবে ৬ দশমিক ৬৭ শতাংশের মতো। আর ফেয়ার ভেল্যু গেইন হবে ৪ শতাংশ। সব মিলিয়ে প্রথম বছরেই একজন বিনিয়োগকারী ২০ দশমিক ৭৭ শতাংশের মতো মুনাফা ঘরে তুলতে পারেন। দ্বিতীয় বছর থেকে রূপান্তরিত সাধারণ শেয়ারের লভ্যাংশ যুক্ত হওয়ায় এর পরিমাণ হতে পারে ২৩ দশমিক ৬৭ শতাংশ। তৃতীয় বছরে ২৬ দশমিক ৫৩ শতাংশ।

এ বিভাগের আরো খবর