ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রী এলমা চৌধুরীর মৃত্যুর ঘটনায় হওয়া হত্যা মামলায় স্বামী ইফতেখার আবেদীনকে ফের রিমান্ডে পেয়েছে পুলিশ। এর আগে দুই দফায় রিমান্ডে ছিলেন ইফতেখার।
ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালত বুধবার এ আদেশ দেয়।
এসব নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আকবর হোসেন।
তিনি জানান, শুনানিতে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
এর আগে ১৫-১৭ ডিসেম্বর এবং ১৯-২০ ডিসেম্বর রিমান্ডে ছিলেন ইফতেখার।
রাজধানীর বনানীতে ১৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে স্বামীর বাসায় মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এলমা চৌধুরী। গুলশান ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন একে আত্মহত্যা বললেও এলমার সহপাঠীদের দাবি তার শরীরে আঘাতের একাধিক চিহ্ন ছিল।
এ ঘটনায় ওই দিন রাতে এলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বনানী থানায় হত্যা মামলা করেন। এতে এলমার স্বামী ইফতেখার আবেদীন, শ্বশুর অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. আমিন ও শাশুড়ি শিরিন আমিনকে আসামি করা হয়।