সুষ্ঠু নির্বাচনের জন্য বিভিন্ন দলের সঙ্গে কমিশন গঠন নিয়ে আলোচনাকে ‘সংলাপ সংলাপ খেলা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বুধবার টাঙ্গাইল জেলা সদর মাঠে এক সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে সংলাপ সংলাপ খেলা চলছে। কমিশন গঠন করে লাভ নেই, আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচন কমিশনই সুষ্ঠু ভোট করতে পারবে না। তাই সংলাপ করে লাভ হবে না।
‘নিরপেক্ষ সরকার না থাকলে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। এর সমাধান হচ্ছে বর্তমান সরকারের পদত্যাগ। পরে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।’
সরকার ভয়ে খালেদা জিয়াকে আটকে রেখেছে দাবি করে তিনি বলেন, ‘খালেদা জিয়া মুক্ত হয়ে বেরিয়ে এলে জনতা রাজপথে নেমে আসবে। সরকারের পতন ঘটাবে। সেই ভয়ে খালেদা জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। এমনকি খালেদা জিয়ার জীবন রক্ষায় বিদেশে চিকিৎসার যে পরামর্শ ডাক্তাররা দিয়েছেন, তাও শুনছে না সরকার।’
খালেদার মুক্তিতে আইনি বাধা নেই বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি নিয়ে আইনের দোহাই দিলেও নিজেরাই বেআইনিভাবে জোর করে ক্ষমতায় বসে আছে। ১৪ বছর ধরে বেআইনি কাজ করে দেশকে আস্তাকুঁড়ে পরিণত করেছে এ সরকার। চালাচ্ছে নির্যাতন ও দমননীতি।’
টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযমের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদসহ কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।