কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরের একটি বাড়ি থেকে এক গৃহবধূ ও তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গৃহবধূর দেহ ফ্যানের সঙ্গে ঝুলছিল। দুই সন্তানের নিথর দেহ ছিল বিছানায়।
ধারণা করা হচ্ছে, সন্তানদের বিষ খাইয়ে আত্মহত্যা করেছেন মা।
মৃতরা হলেন ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লবণ ব্যবসায়ী শহিদুল হকের স্ত্রী জাহানার জিসান ও তার দুই মেয়ে পাঁচ বছরের জাবিন ও দুই বছরের জেরিন।
জনপ্রতিনিধির বরাতে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে। ক্রাইমসিন টিমও রওনা হয়েছে। ময়নাতদন্ত ও অনুসন্ধান শেষে প্রকৃত কারণ জানা যাবে।’