নেত্রকোণার কলমাকান্দা ভারত সীমান্তসংলগ্ন তেরতোপা গ্রামে এক গরু ব্যবসায়ীর হাত-পা বাঁধা পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১টার দিকে পুলিশ ওই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি ও ডিবি ঘটনার রহস্য অনুসন্ধান শুরু করেছে। পুলিশ সুপার আকবর আলী মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই ব্যবসায়ীর নাম মজিবুর রহমান। তিনি রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারসংলগ্ন তেরতোপা গ্রামের বাসিন্দা।
ব্যবসায়ীর বড় ভাই আতাউর রহমান বলেন, মজিবুর মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। রাত ১১টার দিকে ওই বাড়ি থেকে ২০০ গজ দূরের একটি ধানক্ষেতে হঠাৎ আগুন দেখতে পেয়ে কয়েকজন এগিয়ে যান।
সেখানে মজিবুরের পোড়ানো নিথর শরীর দেখতে পান তারা। এ সময় তার হাত-পা জিআই তার দিয়ে বাঁধা ছিল।
আতাউর বলেন, ‘আমার ধারণা দুর্বৃত্তরা ভাইকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে তার শরীর খড়ের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।’
কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) লিটন ঘোষ বলেন, ‘আমরা এখনও ঘটনাস্থলে আছি। নিহত ব্যবসায়ীর পরিবার-পরিজন ও এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করছি। কিন্তু এখন পর্যন্ত কোনো ক্লু পাইনি।’
একই থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌসী জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।