বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বগুড়া শহরের নবাববাড়ী রোডের সামনে বুধবার বেলা ১১টায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা।
সমাবেশে গয়েশ্বর বলেন, ‘খালেদা জিয়ার জন্য আমরা দয়া দাবি করছি না। এটা তার অধিকার। প্রধানমন্ত্রীর কাছে জাতি জানতে চায়, তিনি চিকিৎসার জন্য খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠাবেন কি না। সরকার তাকে না পাঠালে আমরা তার পতনের জন্য আন্দোলন শুরু করব।’
এ সময় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সহসভাপতি নুসরত এলাহী রিজভী, বগুড়া-৬ সদর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি মোশাররফ হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী।