বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএসএফের গুলিতে বাংলাদেশি ‘নিহত’

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২১ ১০:৩৪

শাহবাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম বলেন, ‘এখন গরু আনতে গিয়েছিল নাকি অন্য কী কাজে গিয়েছিল জানি না। তবে আড়াইটার দিকে ওই যুবক সীমান্তে যায়। তখনই বিএসএফ গুলি করে।’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে।

শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

ইব্রাহিম আলী নামের ২৫ বছর বয়সী ওই যুবকের বাড়ি শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামে।

এই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘এখন গরু আনতে গিয়েছিল নাকি অন্য কী কাজে গিয়েছিল জানি না। তবে আড়াইটার দিকে ওই যুবক সীমান্তে যায়। তখনই বিএসএফ গুলি করে।

‘তার মরদেহ বিএসএফের কাছে আছে। আমি ও চেয়ারম্যান বিজিবিকে বিষয়টি জানিয়েছি।’

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা জানান, বিএসএফের গুলিতে একজন নিহতের বিষয়টি তারা শুনেছেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর