বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুহিনকে শো-কজ, যুব মহিলা লীগের বিরোধ প্রকাশ্যে

  •    
  • ২২ ডিসেম্বর, ২০২১ ০০:৩৮

১৬ ডিসেম্বর বিজয় দিবসে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় তুহিনের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। তুহিনকে দেয়া নোটিশে ধানমণ্ডিতে বিশৃঙ্খলা, পাপিয়ার সঙ্গে সখ্যসহ চারটি অভিযোগ এনে শো-কজ করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুব মহিলা লীগ ঢাকা মহানগর সভাপতি সাবিনা আক্তার তুহিনকে শো-কজ করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার তাকে শো-কজ করেন।

এ বিষয়ে তুহিন নিউজবাংলাকে বলেন, ‘ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে নাজমা আক্তার আমাকে শো-কজ করেছেন।’

এই নোটিশের জের ধরে প্রকাশ্যে উঠে এসেছে যুব মহিলা লীগের অভ্যন্তরীণ বিরোধ। দলের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়াকাণ্ডের পর আবার প্রকাশ্যে এলো সংগঠনটির অন্তর্দ্বন্দ্ব।

১৬ ডিসেম্বর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় তুহিনের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। তুহিনকে দেয়া নোটিশে ধানমণ্ডিতে বিশৃঙ্খলা, পাপিয়ার সঙ্গে সখ্যসহ চারটি অভিযোগের উল্লেখ করা হয়েছে।সাবিনা আক্তার তুহিন দশম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। নাজমা আক্তারও সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ। তিনি যুব মহিলা লীগের প্রতিষ্ঠাকাল থেকে সভাপতির দায়িত্বে রয়েছেন।নাজমা আক্তার নিউজবাংলাকে বলেন, ‘আজ এই শো-কজ নোটিশ তৈরি করে হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে তার ঠিকানায় পাঠানো হয়েছে। এই চিঠি ওনাকে কুরিয়ারেও পাঠানো হবে।’এ বিষয়ে তুহিন বলেন, ‘সভাপতির সঙ্গে আমার দ্বন্দ্বের কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করা হয়েছে।’

তবে অনুষ্ঠানিকভাবে এখনও তিনি চিঠি পাননি বলে জানান।

নাজমা আক্তারের সই করা শো-কজ নোটিশে বুধবার থেকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়। এই সময়ে সংগঠনের সব ধরনের কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে।

নোটিশের শুরুতেই বিজয় দিবসে ধানমণ্ডি ৩২ নম্বরে অসাংগঠনিক কর্মকাণ্ড এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তারসহ অনেককে পমানের অভিযোগ আনা হয়েছে। দায়িত্ব নেয়ার পর কেন কোনো সম্মেলন করে কমিটি গঠন করতে পারেননি সে বিষয়েও জানতে চাওয়া হয়।

চিঠিতে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পাপিয়ার সঙ্গে সখ্যের কারণ দেখাতে বলা হয়েছে। সবশেষ ১/১১ প্রেক্ষাপট নিয়ে ফেসবুক স্ট্যাটাসে নাজমা আক্তারের বিরুদ্ধে লেখার কারণও দেখাতে বলা হয়েছে।এ সব বিষয়ে তুহিন বলেন, ‘সংগঠনে যে দুটি গ্রুপ রয়েছে এটা সবাই জানে এবং এটা চিহ্নিত। আমি অনেক জায়গায় সম্মেলন করেছি। কিন্তু সম্মেলন শেষে দ্বন্দ্বের কারণেই কমিটি করা যায়নি।’ ধানমণ্ডিতে বিশৃঙ্খলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সাবেক এমপি। আমাকে হেয় করার জন্যই অভিযোগ করা হয়েছে। আমি এখনও চিঠি পাইনি। তারা আমাকে ফেসবুকে শো-কজ করে। শুনেছি, ফেসবুকে দিয়েছেন। কিন্তু এটা কোনো নিয়ম না।’পাপিয়ার সঙ্গে সখ্য বিষয়ে তিনি বলেন, ‘এমপি থাকাকালে আমার কাছে সবাই আসতো। তবে আমি তো পাপিয়ার কমিটি দেইনি।’তুহিনের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নাজমা আক্তার বলেন, ‘তাকে যেহেতু শো-কজ করা হয়েছে, উনি অনেক কিছু বলতে পারেন। আমি তাকে শো-কজ করেছি আওয়ামী লীগের নির্দেশনায়।

‘সে (তুহিন) সব সময় নিজেকে সবার চেয়ে উপরে মনে করে, প্রভাব বিস্তারের চেষ্টা করে। এর আগেও অনেককে সে অপদস্ত, নাজেহাল করেছে। ১৬ ডিসেম্বর সে কি চাচ্ছিল সংগঠনটি ভেঙে যাক?’

সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে দ্বন্দ্ব রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘দ্বন্দ্ব থাকে আবার তা মিটমাটও হয়ে যায়। তবে আপনারা কি কখনও সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্ব দেখেছেন? সাংগঠনিক কর্মকাণ্ড করতে গিয়ে অনেক সময় মতবিরোধ হয়। তবে সেটা অন্য কর্মসূচিতে আমরা দেখাইনি।’

তিনি বলেন, ‘দায়িত্ব নেয়ার পর তুহিন একটি জায়গাতেও সম্মেলন করতে পারেননি। এ কারণে যারা বিরোধী দল থাকতে আন্দোলন-সংগ্রাম করেছেন তারা কোনো পদ পান না। আর পাপিয়াকাণ্ডের পর এমনিতেই সংগঠন প্রশ্নের মুখে পড়েছিল।’

গত বছর সংগঠনের নরসিংদী শাখার নেত্রী শামিমা নূর পাপিয়াকে অস্ত্র ও মাদক ব্যবসা, চোরাচালান, জাল নোটের ব্যবসা, চাঁদাবাজি, তদবির বাণিজ্য, জমি দখল ও অনৈতিক ব্যবসা-বাণিজ্যসহ নানা অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। এসব অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা চলছে।

এ বিভাগের আরো খবর