দেশে এই প্রথম ইনফ্লুয়েন্সার মার্কেটিং সমাধান প্রদানের নিশ্চয়তা নিয়ে কাজ শুরু করেছে দেশীয় প্ল্যাটফর্ম ‘ইনফ্লুয়েন্সার হাব’।
প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলো যখন ডিজিটাল টার্গেট গ্রুপের কাছে নিজেদের পণ্য ও সেবা পৌঁছে দিতে হিমশিম খাচ্ছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং সেখানে তৈরি করেছে দারুণ এক সম্ভাবনা।
বিশেষ করে, করোনা মহামারীর কারণে বর্তমান প্রজন্ম এবং ব্র্যান্ডের ভোক্তাগণ সামাজিক যোগাযোগ মাধ্যম ও কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সারদের প্রতি ঝুঁকে পড়েছেন। এই সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।
গ্রাহকদের কাছে ব্র্যান্ডের সেবা বিষয়ক তথ্য পৌঁছে দিতেই তাই এবার কন্টেন্ট প্রস্তুতকারকদের বৃহৎ সম্মিলন নিয়ে মাঠে নেমেছে ইনফ্লুয়েন্সার হাব।
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিষ্ঠানটির সঙ্গে অফিসিয়ালি যুক্ত আছেন সহস্রাধিক কন্টেন্ট ক্রিয়েটর ও ৫০০’এর বেশি ইনফ্লুয়েন্সার।
বাংলাদেশে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের প্রতি ব্র্যান্ডগুলোর আগ্রহ বৃদ্ধি নিয়ে ইনফ্লুয়েন্সার হাবের ব্যবস্থাপনা পরিচালক জামশেদ উল ইসলাম বলেন, ‘বাংলাদেশি বাজারে গ্রাহকদের কাছে ব্র্যান্ডের সেবাগুলো পৌঁছে দেয়ার মাধ্যম হিসেবে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের সম্ভাবনা যাচাই করতে পেরে আমরা আনন্দিত। ইনফ্লুয়েন্সার মার্কেটিং শুধু মার্কেটিং-এর একটি টুল নয়, বরং ক্রেতার চিন্তাকে শুরু থেকেই প্রভাবিত করার সহজ উপায় বলে মনে করি আমরা।
‘আমাদের দক্ষতা, পরীক্ষিত কৌশল ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেইজড মনিটরিং সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আমরা ব্র্যান্ডকে কার্যকরী কন্টেন্ট প্রদান করতে এবং ব্র্যান্ড আইডেন্টিটি বৃদ্ধি করতে প্রতিজ্ঞাবদ্ধ।’
সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যবসায়িক কার্যক্রম একে অপরকে প্রভাবিত করায় বর্তমানে গ্রাহকদের সেবা গ্রহণের সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর অনেকটাই নির্ভরশীল। তাই ক্যাম্পেইন ও সেবার গ্রহণযোগ্যতা বাড়াতে গতানুগাতিক মার্কেটিংয়ের পাশাপাশি ডিজিটাল ইনফ্লুয়েন্সার মার্কেটিংও প্রয়োজনীয় হয়ে উঠেছে।
এ ব্যাপারে ইনফ্লুয়েন্সার হাব-এর পরিচালক সাদিয়া ইসলাম বলেন, ‘বাংলাদেশের আগামীর ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইন্ডাস্ট্রির এটা সবে শুরু। ইতোমধ্যেই আমরা দেশের প্রথম সারির ব্র্যান্ডগুলোকে সফলভাবে ইনফ্লুয়েন্সার মার্কেটিং সল্যুশন সেবা প্রদান করছি। মহামারীর আগে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইন্ডাস্ট্রি বাংলাদেশের বাজারে উপস্থিত থাকলেও লকডাউনে এর চাহিদা বহুগুণে বেড়েছে।’
বর্তমানে ব্র্যান্ডগুলোকে তাদের নির্দিষ্ট ক্যাম্পেইন ও সেবাকেন্দ্রিক টার্গেট গ্রুপের কাছে পৌঁছে দিতে কাজ করছে ইনফ্লুয়েন্সার হাব। ইতোমধ্যেই তারা ২০টির বেশি প্রথম সারির কোম্পানির সঙ্গে কাজ করেছে।
প্রতিষ্ঠিত কোম্পানি ও স্টার্টআপসহ যে কোনো ব্র্যান্ডকে বিশ্বাসযোগ্যভাবে গ্রাহকের কাছে পৌঁছে দিতে কাজ করছে ইনফ্লুয়েন্সার হাব। ব্র্যান্ডকে গ্রাহকদের কাছে নিয়ে যাওয়ার পাশাপাশি ইনফ্লুয়েন্সারদেরকেও নিজস্ব কন্টেন্ট তৈরির মাধ্যমে জনপ্রিয় সব ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি করছে তারা।