বগুড়ার সদরের শাখারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়ার্ড সদস্য পদে দুই প্রার্থীই পেয়েছিলেন একই পরিমাণ ভোট। বাধ্য হয়ে কর্তৃপক্ষ আবার এই ভোটের তারিখ নির্ধারণ করে। এবার ১৪ ভোট বেশি পেয়ে ওই দুজনের একজন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবারের নির্বাচনে টর্চলাইট প্রতীকে ইউনিয়নের ৩ নম্বর ওয়াডের্র সদস্য নির্বাচিত হয়েছেন আতাউর রহমান ফটু। তিনি পেয়েছেন ৮৪০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা মোরগ প্রতীকে ভোট পেয়েছেন ৮২৬টি। শাখারিয়ার গোপালবাড়ী হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে এই ভোট চলে।
পুনর্নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.জাকির হোসেন। তিনি বলেন, ৮৪০ ভোট পেয়ে টর্চলাইট প্রতীকে আতাউর রহমান জয়ী হয়েছেন।
জাকির হোসেন জানান, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আতাউর রহমান ও মাসুদ রানা দুজনেই ৩৭৭ টি করে ভোট পান। দুজনে সমান ভোট পাওয়ার কারণে ওই ওয়ার্ডে পুনর্নির্বাচনের ঘোষণা দেয়া হয়।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যালট কাগজের মাধ্যমে এই ভোট গ্রহণ করা হয়। ওয়ার্ডে মোট ভোটার ছিলেন ২ হাজার ৭৭ জন।