মুন্সিগঞ্জে পুলিশের জব্দ করা কারেন্ট জাল বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন চারজন।
সদর উপজেলার নয়াগাঁও পশ্চিমপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় অবৈধ কারেন্ট জাল উৎপাদনকারী একটি কারখানায় দুপুরের দিকে অভিযান চালিয়ে কয়েক বস্তা জাল জব্দ করে নৌপুলিশ। সেখান থেকে এক বস্তা জাল সরিয়ে ফেলে একটি পক্ষ। সেই জাল বিক্রির টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়।
ওই সময় রহিম দেওয়ান ও রানা শেখ নামে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। ওই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের ফটকে বেলা দেড়টার দিকে ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
ওই সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনকে আটক ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল এলাকায় সংঘর্ষে আহত হয়েছেন দেওয়ান ও রিয়াদ নামে আরও দুই যুবক।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ আবেদীন জানান, হাসপাতালের ফটকে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনার পর ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।