বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নীল ও সাদা দলের প্যানেল চূড়ান্ত

  •    
  • ২১ ডিসেম্বর, ২০২১ ১৯:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে প্যানেল চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দিয়েছে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সাদা দল। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না বামপন্থি শিক্ষকদের গোলাপি দল।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২২ সালের কার্যকর পরিষদ নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর। এদিন সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে ভোট গ্রহণ হবে। ভোট গণনা শেষে সেদিনই ফল ঘোষণা হবে।

নির্বাচনে এরই মধ্যেই প্যানেল চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দিয়েছে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল এবং বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সাদা দল। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না বামপন্থি শিক্ষকদের গোলাপি দল।

করোনার কারণ দেখিয়ে সাদা দল ২০২১ সালে সমিতির নির্বাচন বর্জন করায় তখন নিরঙ্কুশ জয় পায় নীল দল।

নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল রোববার। সোমবার সন্ধ্যা ৭টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকলেও কেউ প্রত্যাহার না করায় চূড়ান্ত হয়েছে দুই দলের প্যানেল।

গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ১৫টি পদে নির্বাচন হয়। এবার নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী।

তোফায়েল আহমদ নিউজবাংলাকে জানান, এবারের নির্বাচনে ১৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০ জন। তাদের মাঝে দুটি ভাগ হয়েছে। একটি নীল দল আরেকটি সাদা দল।

গোলাপি দলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, নীল ও সাদা দল ছাড়া অন্য কোনো কাগজ জমা হয়নি।

তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক এ নির্বাচনে ভোটার। এমনকি যারা ছুটিতে আছেন, তারাও চাইলে ভোট দিতে পারবেন। তবে যেসব শিক্ষক চুক্তিভিত্তিক,পার্টটাইম এবং অনারারি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন, তারা ভোট দিতে পারবেন না।

নীল দলের প্যানেল থেকে এবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমিতির বর্তমান সভাপতি ও আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো. রহমত উল্লাহ। একই প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়া।

নীল দল থেকে সহসভাপতি পদে অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রহিম এবং কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আকরাম হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া ১০টি সদস্য পদে নীল দলের মনোনয়ন পেয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন মুহাম্মাদ আবদুল মঈন, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন সাদেকা হালিম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা, টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া, ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফিরোজা ইয়াসমীন, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. নাসিরউদ্দিন মুন্সী, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফিরোজ আহমেদ, রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক লাফিফা জামাল, গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইসতিয়াক মঈন সৈয়দ।

সাদা দলের প্যানেল থেকে সভাপতি পদে লড়বেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইয়ারুল কবীর এবং সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক আবদুস সালাম।

এ প্যানেল থেকে সহসভাপতি পদে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুন আহমেদ, যুগ্ম সম্পাদক পদে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. দাউদ খান এবং কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১০টি সদস্য পদে সাদা দলের মনোনয়ন পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক আশেকুল আলম রানা, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, মার্কেটিং বিভাগের অধ্যাপক এ বি এম শহিদুল ইসলাম, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক এস এম মোস্তফা আল মামুন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আবদুল মজিদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক মো. মহিউদ্দিন এবং মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান।

এ বিভাগের আরো খবর