বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌকার অফিসে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের ‘আগুন’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ ডিসেম্বর, ২০২১ ১৭:৪১

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. বনি আমিন বলেন, ‘নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্যই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহসান হাবীব বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করছে। আমরা ধারণা করছি, তার লোকজনই আমার নৌকার অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এ ঘটনায় আমি মামলা করব।’

ঠাকুরগাঁও সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নৌকার প্রার্থীর অফিসে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত ওই প্রার্থীর নামা মো. বনি আমিন।

তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীবের লোকজন নৌকার অফিসে আগুন দিয়েছে দাবি করে তিনি বলেন, ‘এ ঘটনায় আমি মামলা করব।’

তবে আওয়ামী লীগের লোকজনই আগুন দিয়ে তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন আহসান হাবীব।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম নির্বাচনি অফিসে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ধারণা করছি মঙ্গলবার ভোর রাতের কোনো একসময় বেগুনবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শালেরহাটে অবস্থিত নৌকার অফিসে ওই আগুনের ঘটনা ঘটতে পারে।’

নৌকার প্রার্থী মো. বনি আমিন নিউজবাংলাকে বলেন, ‘সোমবার রাত সাড়ে ১২টার দিকে অফিসে নির্বাচনি কার্যক্রম শেষ করে আমাদের দলের নেতা-কর্মীরা বাড়িতে চলে যান। সকালে ওই ওয়ার্ডের সভাপতি তোহিদুল ইসলাম মুঠোফোনে আমাকে জানান, কে বা কারা অফিসে আগুন দিয়েছে। পরে গিয়ে দেখি আগুনে অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে।

‘নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্যই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহসান হাবীব বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করছে। আমরা ধারণা করছি, তার লোকজনই আমার নৌকার অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এ ঘটনায় আমি মামলা করব।’

নির্বাচনি বিধি ভঙ্গের দায়ে এর আগে স্বতন্ত্র এই প্রার্থীর লোকজনকে জরিমানা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সোমবার বিকেলে আহসান হাবীবের ছোট ভাই আশরাফুল ইসলাম ও তার শ্যালক মানিক হোসেন ইউনিয়নের বাসডাঙ্গা এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করার সময় স্থানীয়রা তাদের আটক করে। পরে তারা দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান তাদের দুই জনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।’

এ সব অভিযোগের বিষয়ে আনারস প্রতীকের প্রার্থী আহসান হাবীব মুঠোফোনে নিউজবাংলাকে বলেন, ‘এ সব জঘন্য কাজ আমরা কখনও করি না। কারও অফিসে আগুন দিয়ে কখনও ভোট পাওয়া যায় না। ভোট তো দেবে জনগণ। আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছি।

‘আওয়ামী লীগের লোকজনই তাদের অফিসে আগুন দিয়ে আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, প্রশাসন এই ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করুক। আমি যদি দোষী হই, তাহলে যে শাস্তি দেয়া হবে তা মাথা পেতে নেব।’

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘নৌকার অফিসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর