সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নারীর চুল ও ভ্রু কেটে নির্যাতনের অভিযোগে করা মামলায় স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শাহজাদপুর ও ঢাকার সাভার থেকে সোমবার রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ওই নারীর স্বামী মেহেদী হাসান সুজন, দেবর মো. সুজন ও শাশুড়ি মোছা. ময়না।
র্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর মুশফিকুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০০৬ সালে সিরাজগঞ্জের তাড়াশের গুলনাহার পারভীন মিনুর সঙ্গে শাহজাদপুরের সুজনের বিয়ে হয়। তারা সাভারে থাকতেন। বিয়েবহির্ভূত সম্পর্ক আছে এমন সন্দেহে এক বছর ধরে সুজন তার স্ত্রীর ওপর নির্যাতন করছেন।
গত ৩ ডিসেম্বর সুজন তার স্ত্রী ও দুই মেয়েকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। ১৩ ডিসেম্বর বাগবিতণ্ডার একপর্যায়ে সুজন মিনুকে নির্যাতন করে তার চুল ও ভ্রু কেটে দেন। পরদিন মিনুর পরিবারের সদস্যরা এসে তাকে সেখান থেকে নিয়ে যান।
মিনু সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মিনুর মামা বকুল শেখ নির্যাতনের অভিযোগে তিনজনকে আসামি করে ২০ ডিসেম্বর শাহজাদপুর থানায় মামলা করেন।
র্যাব কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, গোয়েন্দা নজরদারির মাধ্যমে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শাহজাদপুর থানায় হস্তান্তর করা হবে।