রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহত ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম চন্দ্রমোহন। তিনি মাছ কাটার কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শিপন বলেন, ‘আমরা খবর পেয়ে মেরুল বাড্ডায় ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘আশেপাশের লোকজনের মুখে জানতে পেরেছি, নিহতের নাম চন্দ্রমোহন। বিস্তারিত জানার চেষ্টা চলছে। কোন গাড়ি এই দুর্ঘটনা ঘটিয়েছে, আমরা সিসি ক্যামেরার মাধ্যমে সেটা দেখে ব্যবস্থা নেব। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’