বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দৃষ্টি কাড়তে পায়রায় প্ল্যাকার্ড

  •    
  • ২১ ডিসেম্বর, ২০২১ ১৪:৪৭

সুহাদ বলেন, ‘যুবলীগ নেতাদের স্বাগত জানাতে ইতোমধ্যে সবাই ব্যানার দিয়ে গুরুত্বপূর্ণ স্থান দখল করে ফেলেছে। কী আর করার, আমি নদীতে খুঁটি পুঁতে প্ল্যাকার্ড দিয়েছি।’

যুবলীগের সম্মেলন ঘিরে পদ প্রত্যাশীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে বরগুনার শহর।

এখানেই শেষ নয়, কেন্দ্রীয় নেতাদের নজর কাড়তে কেউ কেউ নিয়েছেন ভিন্ন কৌশল।

নদীতে খুঁটি পুঁতে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে স্বাগত জানিয়েছে বসানো হয়েছে প্ল্যাকার্ড।

এই প্ল্যাকার্ড বসিয়েছেন বরগুনার সাবেক সংসদ সদস্য নিজাম তালুকদারের ছেলে এলমান উদ্দীন আহমেদ সুহাদ।

ওই ছবি নজরে এসেছে নেটিজেনদের। ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন অনেকে। ক্যাপশনে লিখে দেন, ‘রাজনীতি এখন পানিতে।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে সুহাদ বলেন, ‘যুবলীগ নেতাদের স্বাগত জানাতে ইতোমধ্যে সবাই ব্যানার দিয়ে গুরুত্বপূর্ণ স্থান দখল করে ফেলেছে। কী আর করার, আমি নদীতে খুঁটি পুঁতে প্ল্যাকার্ড দিয়েছি।’

সুহাদ বলেন, ‘নিক্সন আমার খুব কাছের বন্ধু। আমরা একসঙ্গে স্কুল ও কলেজে পড়েছি। আমার জন্মস্থানে তাকে স্বাগত জানাতে একটু ভিন্ন পন্থায় ব্যানার দিয়েছি।

‘আসলে নদীমাতৃক আমাদের দেশ। আর বরগুনা উপকূলীয় জেলা। ভাবলাম সবাই তো স্থলে ব্যানার দিয়েছে। আমি না হয় বন্ধুকে স্বাগত জানাতে নদীতে ব্যানার দেই।’

সুহাদ বলেন, ‘‘যুবলীগ সভাপতি শেখ ফজলে সামস পরশ ভাই ও ভাবি গাড়ি থেকে আমার ব্যানার দেখেছেন। তিনি বলেছেন, ‘সত্যি এটা খুবই ভালো হয়েছে। ভিন্নমাত্রা যোগ করেছে এটা’।’’ এ বিষয়ে নিক্সন চৌধুরী বলেন, ‘আমার বন্ধু সুহাদ তার জেলার প্রোগ্রামে স্বাগত জানাতে আমার ছবি দিয়ে নদীতে ব্যানার দিয়েছে। নৌকায় ব্যানার নিয়ে স্বাগত জানিয়েছে। আমি সত্যি বিষয়টা উপভোগ করেছি।’

১৫ বছর পর বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন হচ্ছে।

এ বিভাগের আরো খবর