বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বটতৈলে ঘোড়া প্রতীকের প্রার্থীর ওপর হামলা

  •    
  • ২১ ডিসেম্বর, ২০২১ ১৪:১৬

প্রার্থী মিন্টু ফকিরের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর বিরুদ্ধে। তবে এই অভিযোগ নাকচ করেছেন আওয়ামী লীগের প্রার্থী।

কুষ্টিয়ার বটতৈল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ওপর নৌকা প্রতীকের সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে।

হামলায় ঘোড়া প্রতীকের প্রার্থী মিন্টু ফকিরসহ ৫ জন আহত হয়েছেন। আহত মিন্টুসহ দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত মানিক কাজী বলেন, ‘প্রতীক বরাদ্দ পাওয়ার পর আমরা মঙ্গলবার বেলা ১১টার দিকে দোস্তপাড়া ক্লাব মোড়ে গেলে নৌকার প্রার্থী মোমিন মণ্ডলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

‘সেখানে আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। অনেক মোটরসাইকেল ভাঙচুর করেছে। কিছু মোটরসাইকেল কেড়েও নিয়েছে।’

তিনি বলেন, ‘মাথায় ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত মিন্টু ফকির ও তার সমর্থক ফারুক হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।‘

তবে হামলার অভিযোগ নাকচ করে নৌকার প্রার্থী মোমিন মণ্ডল বলেন, ‘মিন্টু ফকিরের লোকজনই প্রথম আমার নির্বাচনী অফিসে হামলা চালায়। পরে আমার সমর্থক ও গ্রামবাসী তাদের প্রতিহত করে।’

হামলার ঘটনার পর এলাকার কয়েক হাজার মানুষ জড়ো হলে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধদের রুখতে বিপুল পরিমাণ পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। তাদের সঙ্গে দুই ঘণ্টা ধরে সংঘর্ষ হয় ঘোড়া প্রতীকের সমর্থকদের।

পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল ছোড়ে। টিআর শেল নিক্ষেপ করে পুলিশ দুপুর ২টার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শুরু হয় যান চলাচল।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর ইসলাম বলেন, প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দরকার ছিল। সেটা পুলিশ প্রশাসন করেছে। এখন আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর