পেশায় তিনি সিএনজি অটোরিকশা চালক। থাকেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ১১ নম্বর চিওড়া ইউনিয়নে। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে লড়ছেন আবু তাহের।
আবু তাহের একনিষ্ঠ কর্মী চালক মো. মামুন। পছন্দের প্রার্থীর প্রচারে ভিন্ন মাত্রা যোগ করতে কৌশল নিয়েছে তিনি। আনারসের আদলে সাজিয়ে নিয়েছে নিজের মাথা।
তার এই সাজ নজর কেড়েছে সবার। প্রার্থীর পাশাপাশি তাকে নিয়েও চলছে তুমুল আলোচনা। কেউ কেউ আবার কাটছেন টিপ্পনী। তবে এসব গায়ে মাখছেন না মামুন।
প্রার্থীকে জয়ী করতে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। মামুন নিউজবাংলাকে বলেন, ‘আমার নেতা তাহের চেয়ারম্যান বালা (ভালো) মানুষ। তার মার্কা আনারস। এ লাইগ্গা (জন্য) আমি মাতাডারে আনারস বানাইছি।’
আনারসের আদালতে মাথা সাজিয়ে নিতে মামুনের খরচ হয়েছে ১২ শ টাকা। এই টাকা তিনি নিজের পকেট থেকেই খরচ করেছেন।
মামুন বলেন, ‘পছন্দের প্রার্থীর জন্য মানুষ কত কিছু করে। আমি তো কেবল মাথা সাজিয়ে নিয়েছি। প্রার্থী বিজয়ী হলেই আমার এই কষ্ট স্বার্থক।’
আগামী ২৬ ডিসেম্বর কুমিল্লা চৌদ্দগ্রাম, আদর্শ সদর ও ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।