বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যৌতুক না দেয়ায় কনের বাবাকে পিটিয়ে হাসপাতালে

  •    
  • ২১ ডিসেম্বর, ২০২১ ১৩:৩২

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিল আরসালান বলেন, ‘আবু তাহেরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত নন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা যশোরে পাঠানো হতে পারে।’

চুয়াডাঙ্গার জীবননগরে যৌতুক না দেয়ায় বরপক্ষের মারধরের ঘটনায় কনের বাবাসহ আহত চারজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

উপজেলার সেনেরহুদা গ্রামে সোমবার রাত ১১টার দিকে মারধরের ঘটনা ঘটে।

পরে রাত সাড়ে ১২টার দিকে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন কনের পিতা মধু মিয়া, কনের দুলাভাই সরাবাড়িয়া গ্রামের শরিফুল ইসলাম, তার বাবা আবু তাহের মল্লিক ও ভাই বাবু।

কনের পিতা মধু মিয়া নিউজবাংলাকে জানান, বছর খানেক আগে তার মেয়ে কনা খাতুনের সঙ্গে সড়াবাড়িয়া গ্রামের আজিজুল মল্লিকের ছেলে শাওন মল্লিকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আড়াই মাস আগে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে দেয়া হয়।

তার দাবি, বিয়ের পর থেকেই যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল, স্বর্ণের আংটি ও স্মার্ট মোবাইলফোন দাবি করে আসছেন জামাই শাওনসহ তার পরিবারের সদস্যরা।

মধু মিয়া বলেন, ‘আমি গরীব মানুষ। তাদের দাবি মেনে নিতে পারিনি। এই নিয়ে মাঝে মাঝে আমার মেয়েকে বাড়ি পাঠিয়ে দেয়ার কথা বলতো তারা।

‘সোমবার আমার বেয়াইন ময়না খাতুন আমাকে ফোন দিয়ে আবারও যৌতুকের কথা বলেন। বিষয়টি আমি মানতে না চাইলে বিকেলে আমার বাড়িতে চলে আসে তারা।’

তিনি জানান, বিষয়টি মিমাংসার জন্য রাতে ​এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ডাকা হলে তারা উভয় পক্ষের উপস্থিতিতে যৌতুক না দেয়া-নেয়ার সিদ্ধান্ত দেন। কিন্তু এ সিদ্ধান্তে শাওনের মা ময়না খাতুন নাখোশ হলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

কনের বাবা বলেন, ‘বাগবিতণ্ডার এক পর্যায়ে শাওন, তার বাবা আজিজুল ও তিন ভাই বাঁশ দিয়ে আমাদেরকে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।’

নিউজবাংলাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিল আরসালান বলেন, ‘আবু তাহেরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত নন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা যশোরে পাঠানো হতে পারে।’

আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।।

অভিযোগের বিষয়ে বর শাওন মল্লিকের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তা তিনি ধরেননি। পরে এসএমএস পাঠালেও তার কোন সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, ‘রাতে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে, ওই ঘটনায় এখনও কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর