বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিদ্যুৎস্পৃষ্টে নৈশপ্রহরীর মৃত্যু 

  •    
  • ২১ ডিসেম্বর, ২০২১ ১০:২৫

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।’  

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুমিল্লা নগরীতে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে।

শহরের ইস্টার্ন ইয়াকুব প্লাজায় মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ওই নৈশপ্রহরীর নাম মামুন মিয়া। ৬০ বছর বয়সের মামুন দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

ইস্টার্ন ইয়াকুব প্লাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম এ ঘটনা নিশ্চিত করেছেন।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘ভোররাতের দিকে মামুন প্লাগ স্ট্যান্ড নামাতে যান। হাত ফসকে প্লাগ স্ট্যান্ডটি বিল্ডিংয়ের পাশে থাকা তিন হাজার ভোল্টের বিদ্যুতের তারে গিয়ে পড়ে। স্ট্যান্ডের এক মাথা তার হাতে থাকায় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার সহকর্মীরা খবর দিলে আমরা সেখানে যাই।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।’

এ বিভাগের আরো খবর