কুমিল্লার দাউদকান্দিতে ওয়াজ মাহফিলে কুপিয়ে এক কলেজ শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার পিপিয়াকান্দি ইউনিয়নের মালাখালা বাজারে এ ঘটনা ঘটেছে।
পিপিয়াকান্দি ইউপির ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ফারুক আহমেদ বলেন, ‘মালাখালা বাজারে একটি ওয়াজ মাহফিল চলাকালে ওই বাজারের ব্যবসায়ী নাসিরের নেতৃত্বে দশ/বারোজন আমার ভাতিজা ইফতেখার হোসেন ইমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে প্রথমে দাউদকান্দি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে রাত ১১টায় চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
‘ওই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। কী কারণে এই ঘটনা ঘটেছে সেটা বলা যাচ্ছে না।’
ফারুক আহমেদ জানান, ইমন দাউদকান্দির পিপিয়াকান্দি গ্রামের আলাউদ্দিন সওদাগরের সন্তান। তিনি স্থানীয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। দুই বোন ও একমাত্র ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।
ঢাকা মেডিক্যাল কলেজ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাত ১০টার দিকে দাউদকান্দি থেকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় একজনকে এখানে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রাত ১১টায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে ঘটনা জানানো হয়েছে।