নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেনের নির্বাচনি প্রচার ঠেকাতে তার বাড়ি ঘেরাও করে পাহারা বসানোর অভিযোগ পাওয়া গেছে।
নৌকার প্রার্থী ভোলার সমর্থক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজন নেতা-কর্মী এ পাহারা বসান বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থী আলতাব হোসেনের। প্রশাসনকে জানানোর পর অবশ্য সেখান থেকে সবাই সরে গেছেন বলে জানিয়েছেন তিনি।
আলতাব জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চৌগ্রাম ছাত্রলীগ সভাপতি আসিফ নেওয়াজ আগুনের নেতৃত্বে ৪-৫ জন তার চলাচলের পথে পাহারা বসান। এতে তিনি নির্বাচনি প্রচারে অংশ নিতে পারেননি। এমন পাহারা থাকায় বাড়ি থেকে বের হতে নিরাপত্তাহীনতায়ও ভুগছেন তিনি।
তিনি অভিযোগ করেন, তার নির্বাচনি প্রচার ঠেকাতে নানাভাবে বাধা ও হুমকি-ধমকি দেয়া হচ্ছে। এ ছাড়া প্রচার ও পোস্টার সাটানোর সময় তার পাঁচ সমর্থক ও কর্মীকে তুলে নিয়ে গিয়ে হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। হুলহুলিয়া এলাকায় ছিঁড়ে ফেলা হয়েছে তার পোস্টার।
ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আগুন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহীন, সুমন, জয় ও চেয়ারম্যান ভোলার ভাগিনা মিঠুন এসব কাজ করছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে কথা বলতে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসিফ নেওয়াজ আগুনের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
হুলহুলিয়া সামাজিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যার তৌফিক আল পরশ দাবি করেন, তাদের গ্রামে নবনির্মিত হাইস্কুলটি এখনও উদ্বোধন হয়নি। সেখানে কোনো ধরনের পোস্টার না সাটাতে গ্রামের সবাইকে তারা জানিয়েছেন। সোমবার সেখানে পোস্টার লাগাতে গেলে গ্রামের লোকজন বাধা দেন। এ ছাড়া অন্য কোথাও পোস্টার সাটাতে নিষেধ বা পোস্টার ছেড়ার মতো ঘটনা ঘটেনি।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, নির্বাচনকে ঘিরে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।