সিরাজগঞ্জের তাড়াশের দেশীগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিকেলে প্রতীক পেয়েই সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।
হামলায় পাঁচ সমর্থক আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী জ্ঞানেন্দ্র নাথ বসাক। তাদের মধ্যে আব্দুল আজিজ নামে একজনকে গুরুতর অবস্থায় প্রথমে তাড়াশ হাসপাতালে ও পরে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে সিরাজগঞ্জের তাড়াশের চারটি ইউপিতে ভোট হবে। সোমবার বিকেলে এসব ইউপিতে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রতীক পাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেশীগ্রাম ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা আনারস প্রতীকের প্রার্থী জ্ঞানেন্দ্র নাথ বসাকের সমর্থকদের ওপর হামলার ঘটনাটি ঘটে।
জ্ঞানেন্দ্র নাথ অভিযোগ করেন, নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কুদ্দুসের সমর্থকরা ভোগলমান চারমাথা এলাকায় অতর্কিত তার সমর্থকদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালান। এতে কৃষ্ণপুর গ্রামের আব্দুল আজিজসহ তার পাঁচ সমর্থক আহত হন। এ ছাড়া মাঝ দক্ষিণা বাজার এলাকায় আনারস প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।
ঘটনার পরপরই তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের তাড়াশসহ একাধিক ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নৌকার প্রার্থী আব্দুল কুদ্দুস হামলার এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক নিউজবাংলাকে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। যেই হোক সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশ দোষী ব্যক্তির বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেবে।