বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নির্বাচনি সহিংসতায় আহত একজনের মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ ডিসেম্বর, ২০২১ ২১:০৮

গাবতলী মডেল থানার ওসি জানান, হামলায় আহত একজনের মৃত্যু হয়েছে। ঘটনার রাতেই মূল হামলাকারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়ার গাবতলীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত বৃহস্পতিবার উপজেলার নশিপুর ইউনিয়নের কোলারবাড়ি গ্রামে হামলার শিকার হওয়ার পর রোববার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) তার মৃত্যু হয়।

মারা যাওয়া ৪০ বছর বয়সী রাজু মিয়া সরকার কোলারবাড়ি গ্রামের প্রয়াত মুজিবুর রহমানের ছেলে। হামলায় আহত হয়েছেন রাজুর বড় ভাই ৪৫ বছর বয়সী আমজাদ হোসেন সরকারও।

স্থানীয়রা জানান, আগামী ৫ জানুয়ারি হতে যাওয়া গাবতলীর নশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল কালাম আজাদের পক্ষে প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন দুই ভাই আমজাদ হোসেন সরকার ও রাজু মিয়া সরকার।

ফেরার পথে রাস্তায় প্রতিপক্ষ প্রার্থীর ১০-১২ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন ও হামলা করেন। হামলাকারীরা আমজাদ ও রাজু মিয়ার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আহতদের চিৎকারে লোকজন ছুটে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যান।

স্থানীয়রা আমজাদ ও রাজুকে উদ্ধার করে চিকিৎসার জন্য শজিমেকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রাজু মিয়া সরকারের মৃত্যু হয়।

ছুরিকাঘাতের ঘটনার পরদিন শুক্রবার রাতে গাবতলী মডেল থানায় আহত আমজাদ হোসেন সরকার একটি মামলা করেন। ওই মামলাটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। ঘটনার রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সোমবার ময়নাতদন্ত শেষে রাজু মিয়ার মরদেহ গ্রামের বাড়ি কোলারবাড়িতে আনা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম জানান, হামলায় আহত একজনের মৃত্যু হয়েছে। ঘটনার রাতেই মূল হামলাকারী ফেরদৌসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। নতুন করে কোনো সহিংস ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

এ বিভাগের আরো খবর