জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) সনদ দিতে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
নতুন ঘোষণা অনুযায়ী ফরম পূরণ করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। গত ১১ ডিসেম্বর থেকে জেএসসির ফরম পূরণ শুরু হয়। চলার কথা ছিল ২০ ডিসেম্বর পর্যন্ত।
সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলামের সই করা অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘২০২১ সালের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যেই অনলাইনে আবেদন ফরম পূরণ সম্পন্ন করতে হবে।’
ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণিতে অনুত্তীর্ণ হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না।
গত বছর করোনা পরিস্থিতিতে জেএসসি ও জেডিসি পরীক্ষা হয়নি। উভয় শ্রেণির শিক্ষার্থীদের দেয়া হয় অটোপাস। একই সঙ্গে নিজ নিজ মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করে স্কুল ও মাদ্রাসাগুলো।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।