স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কারও ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের মেধা ও পরিশ্রম দিয়েই এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়।
সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে সোমবার বিকেলে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
সজীব ওয়াজেদ বলেন, ‘আমাদের আওয়ামী লীগের বিশ্বাস, আমরা বাঙালি। আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি। আমরা নিজেরা লড়াই করে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা কেউ আমাদের হাতে তুলে দেয়নি। সেভাবেই উন্নয়ন ও সোনার বাংলা বাস্তবায়ন করছি নিজেদের শ্রম আর মেধা দিয়ে। আমরা কারও ওপর নির্ভরশীল নই।’
তবে সবকিছুর জন্য সরকারের ওপর নির্ভরশীলতা চান না প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী-পুত্র বলেন, ‘এই ৫০ বছর আমাদের দেশের অনেক কাহিনী। অনেক কঠিন পথ পার হয়ে আসতে হয়েছে- ষড়যন্ত্র, হত্যাকাণ্ড, স্বৈরাচারী সরকার। তবে এখন ৫০ বছর পর আমরা গর্ব করে বলতে পারি যে বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ বাস্তবায়ন হচ্ছে ওনার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।’
সোনার বাংলা কী, তার একটি ব্যাখ্যা উঠে আসে সরকারপ্রধানের এই অবৈতনিক উপদেষ্টার বক্তব্যে।
জয় বলেন, ‘সোনার বাংলার স্বপ্ন হচ্ছে আমাদের দেশের মানুষের উন্নয়নের স্বপ্ন, আমার দেশের উন্নয়নের স্বপ্ন। দেশের প্রতিটি মানুষ যেন সুস্থ থাকে, শান্তিতে থাকে, তার কোনো অভাব না থাকে, সেটাই হচ্ছে সোনার বাংলার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের আওয়ামী লীগ সরকার অবশ্যই পরিশ্রম করে যাচ্ছে।’
বক্তব্য শেষে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করেন সজীব ওয়াজেদ জয়। এই পদক পেতে এবার আবেদন করে সাত শতাধিক সংগঠন। যাচাই-বাছাই শেষে ৩১টি সংগঠনকে রাখা হয় চূড়ান্ত তালিকায়। অধিকতর যাচাই-বাছাই শেষে ১৫ ব্যক্তি ও সংগঠনকে দেয়া হয় এই সম্মাননা।