কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ বলছে, সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকার একটি আমগাছের সঙ্গে রশিতে ঝুলছিল ওই যুবকের দেহ।
তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এলাকার কেউ তাকে চিনতে পারছে না। তিনি ওই এলাকার বাসিন্দাও নন।
ওসি বলেন, ওই যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। তার পরনে লুঙ্গি ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছি। প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।