উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অনুমতি দিতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রী পরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয় সচিব, প্রধানমন্ত্রী কার্যালয় সচিবকে বিবাদী করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাকে তিনি বলেন, ‘জনস্বার্থে এ রিট দায়ের করেছি। আগামীকাল বিচারক মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য এটি উপস্থাপন করা হবে।’
গত ১৩ নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তার।
দল থেকে বলা হয়েছে, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। তার অবস্থা ‘ভ্যারি ক্রিকিটক্যাল’। তার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তার পরিবার ও দল থেকে সরকারের প্রতি বারবার আহ্বান জানানো হলেও তাতে সাড়া মিলছে না।
দণ্ডবিধির ৪০১ ধারা ব্যবহার করে দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের দণ্ড স্থগিত করিয়ে ২০২০ সালের মার্চে তার মুক্তির ব্যবস্থা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময়ই শর্ত ছিল তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দণ্ডবিধির ৪০১ ধারা দ্বিতীয়বার ব্যবহার করে দেশের বাইরে নিয়ে যাওয়ার সুযোগ নেই।
খালেদা জিয়াকে বিদেশে নেয়ার অনুমতি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি।