বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৪ ঘণ্টার চ্যানেল পেল বিটিভি চট্টগ্রাম

  •    
  • ১৯ ডিসেম্বর, ২০২১ ২২:২৮

হাছান মাহমুদ বলেন, ‘বিটিভি চট্টগ্রাম কেন্দ্র কোনো আঞ্চলিক কেন্দ্র নয়। এটা অনেকেই ভুল করেন। এটি টেরেস্ট্রিয়াল চ্যানেল, যার মাধ্যমে কেবল নেটওয়ার্ক ছাড়াও সারা দেশের ৭৫ ভাগ অংশে দেখা যায়। ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশেই সম্প্রচার করা হচ্ছে। মোবাইল অ্যাপসের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই কেন্দ্রের কার্যক্রম দেখা যায়।’

২৪ ঘণ্টার টেরিস্ট্রিয়াল চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করেছে বিটিভি চট্টগ্রাম। এখন থেকে ২৪ ঘণ্টাই নিজস্ব অনুষ্ঠান প্রচার করবে চ্যানেলটি। চট্টগ্রাম বিটিভির কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

এসময় তিনি জানান, আগামীতে আরও ছয়টি বিভাগে বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, ‘বিটিভি চট্টগ্রাম কেন্দ্র কোনো আঞ্চলিক কেন্দ্র নয়। এটা অনেকেই ভুল করেন। এটি টেরেস্ট্রিয়াল চ্যানেল, যার মাধ্যমে কেবল নেটওয়ার্ক ছাড়াও সারা দেশের ৭৫ ভাগ অংশে দেখা যায়। ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশেই সম্প্রচার করা হচ্ছে। মোবাইল অ্যাপসের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই কেন্দ্রের কার্যক্রম দেখা যায়।’

তিনি বলেন, ‘শিগগিরই আরও ছয়টি বিভাগে বিটিভির কেন্দ্র হবে। তখন বিটিভির ১০টি চ্যানেল হবে। একনেকে এর অনুমোদন দেয়া হয়েছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যে এ কাজ শুরু হবে।’

চট্টগ্রামেও বিএনপির সমালোচনায় তথ্যমন্ত্রী

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পঞ্চাশ বছরে আরও অনেক বেশি এগিয়ে যেতে পারত, যদি মির্জা ফখরুল সাহেবের দল বিএনপি ও জামাত দেশে নেতিবাচক রাজনীতির না করত, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করত।’

বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি বরং পেছনের দিকে চলে যাচ্ছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবকে আমি জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ বলে জানতাম। তবে দলকানা হতে গিয়ে তিনি এরকম বুদ্ধিহীন হয়ে গেছেন এবং জ্ঞান হারিয়ে ফেলেছেন এটা আমাকে আশ্চর্য করেছে।

‘মির্জা ফখরুল সাহেবকে অনুরোধ জানাব, উনি শিক্ষিত লোক হয়ে যেন অশিক্ষিতের মত কথা না বলেন।’

নির্বাচন কমিশনের সংলাপে বিএনপির অংশ না নেয়ার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির মধ্যে একটা না রোগ দেখা দিয়েছে, সবকিছুতেই যেন না বলা। সংলাপে যাবে না, নির্বাচনে যাবে না, এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যাবে না।

‘এখন আমি আশঙ্কার মধ্যে আছি, না না বলতে বলতে বিএনপিটাই কখন নাই হয়ে যায়।’

এ বিভাগের আরো খবর