ঢাকা-এয়ারপোর্ট সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে নির্মাণাধীন আন্ডারপাসটি রোববার পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রোববার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘শিগগিরই মাননীয় প্রধানমন্ত্রী আন্ডারপাসটি উদ্বোধন করার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এই আন্ডারপাসটি নির্মাণের মধ্য দিয়ে ঢাকা-এয়ারপোর্ট মহাসড়ক সংলগ্ন বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বসাধারণের জন্য নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত হবে।’
২০১৮ সালের ২৯ জুলাই এই এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী প্রাণ হারান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে এই অত্যাধুনিক আন্ডারপাসটি নির্মাণের দায়িত্ব দেয়া হয়।
আইএসপিআর জানায়, প্রকল্প পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান আন্ডারপাসটি সরেজমিনে ঘুরে দেখেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং অন্যান্য উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও সড়ক ও মহাসড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী উপস্থিত ছিলেন।