বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এইচএসসির দশম দিনে অনুপস্থিত ১৮ হাজার, বহিষ্কার ৯

  •    
  • ১৯ ডিসেম্বর, ২০২১ ২০:২৬

সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৩ হাজার ১৯৮ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ হাজার ১৩৯ জন।

এইচএসসি পরীক্ষার দশম দিনে দেশের ৯টি শিক্ষাবোর্ডে সাড়ে আঠারো হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

রোববার পরীক্ষা সম্পন্ন হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এদিন সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৩ হাজার ১৯৮ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫ হাজার ১৩৯ জন।

পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র পরীক্ষা ছিল সকালে। এতে ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ১৫৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৯৩৮ জন, রাজশাহী বোর্ডে ১৮৪৩ জন, বরিশাল বোর্ডে ৮৮৫ জন, সিলেট বোর্ডে ১০৯৪ জন, দিনাজপুর বোর্ডে ১৫০১ জন, কুমিল্লা বোর্ডে ১৩৫২ জন, ময়মনসিংহ বোর্ডে ৮২০জন এবং যশোর বোর্ডে ১৬১০ জন।

বিকেলে সম্পন্ন হয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র পরীক্ষা। এতে ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ১৫৮৯ জন, চট্টগ্রাম বোর্ডে ৬১২ জন, রাজশাহী বোর্ডে ৫২৩ জন, বরিশাল বোর্ডে ৩৭১ জন, সিলেট বোর্ডে ১৮৮ জন, দিনাজপুর বোর্ডে ৪৩৮ জন, কুমিল্লা বোর্ডে ৮৪২ জন, ময়মনসিংহ বোর্ডে ১৭৪ জন এবং যশোর বোর্ডে ৪০২ জন।

সাধারণত প্রতি বছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমের জন্য নিবন্ধন করেছে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন। এদের মধ্যে ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৫১ হাজার ৪০৬ জন।

এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষার জন্য নিবন্ধন করেছে ১ লাখ ৪৮ হাজার ৫২৯ জন। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৪ হাজার ৮২৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন।

দেশে ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২ হাজার ৬২১টি কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এ বিভাগের আরো খবর