বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংবাদ প্রকাশের জেরে মামলা, প্রতিবাদে মানববন্ধন

  •    
  • ১৯ ডিসেম্বর, ২০২১ ১৯:২১

সাধারণ সম্পাদক জাভেদ হোসেন বলেন, ‘এ মামলাটি ফের তদন্ত করতে হবে। নতুবা বিচার বিভাগীয় তদন্তে আনতে হবে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে সাংবাদিককে হয়রানি মেনে নেয়া হবে না।’

সংবাদ প্রকাশের জেরে প্রেস ক্লাব গাইবান্ধার যুগ্ম সম্পাদক ও নিউজবাংলার গাইবান্ধা জেলা প্রতিনিধি পিয়ারুল ইসলামের নামে যে মামলা হয়েছে, সেই মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

প্রেস ক্লাব গাইবান্ধার উদ্যোগে রোববার দুপুরে জেলার নাট্য সংস্থার সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেস ক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন, সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, যুগ্ম সম্পাদক পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, সহদপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ধর্মবিষয়ক সম্পাদক সালাম আশেকি, প্রচার সম্পাদক জান্নাতুন নাঈম, পলাশবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম সম্রাট, কার্যকরী সদস্য শাজাহান সিরাজসহ নিহত ছকুর পরিবারের সদস্যরা।

প্রেস ক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন বলেন, ‘রিকশাচালক ছকু হত্যার ঘটনাটি জেলায় আলোচিত। সেই মামলার আসামিরা জামিনে ঘুরে বেড়াচ্ছে। পরে উল্টো হত্যা মামলা থেকে বাঁচতে আসামিরা মিথ্যা নাটক সাজিয়ে সাংবাদিকসহ কয়েকজনের নামে মামলা করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সাধারণ সম্পাদক জাভেদ হোসেন বলেন, ‘এ মামলাটি ফের তদন্ত করতে হবে। নতুবা বিচার বিভাগীয় তদন্তে আনতে হবে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে সাংবাদিককে হয়রানি মেনে নেয়া হবে না।’

নিহত রিকশাচালক ছকু মিয়ার ছেলে মোজাম্মেল হককে গ্রাম ছাড়া করার পর তিনি অন্য একটি গ্রামে আশ্রয় নিয়েছেন। মানববন্ধনে মোজাম্মেলের আশ্রয়দাতা কৃষক আবদুর রাজ্জাক বলেন, ‘পিবিআই মোজাম্মেলকে ডাকছিল। আমি আর কয়েকজন তার কাছে গেছি। সব শোনার পর ওই পুলিশ (তদন্তকারী কর্মকর্তা) হামার কাছে মন্টু (টাকা) চাইছিল ১৫ হাজার। আমি কছি; সত্যের পথে ফাঁসিতে যাতে রাজি আছি। কিন্তু ঘুষ দিব না।’

তিনি অভিযোগ করে বলেন, ‘পিবিআই কছিল; মন্টু দিলে মামলা থাকি সব নাম কাটা যাবে। কিন্তু আমি তা দেই নাই। পরে বুঝনো, সেই তেকনে এমাক আসামি করছে। কিন্তু কোনো প্রমাণ দিল না পিবিআই পুলিশ। এটা দেশত (দেশে) কোন বিচের হলো।’

এ ঘটনায় গত ১২ ডিসেম্বর প্রেস ক্লাব গাইবান্ধার পক্ষ থেকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।

গাইবান্ধার সাদুল্লাপুরে গত জুনে ছকু মিয়া নামে এক রিকশাচালকের মৃত্যু হয় নির্যাতনে। নিহতের ছেলে মোজাম্মেল হক মামলায় অভিযোগ করেন, স্থানীয় দাদনকারবারির ছয় ভাই ১৫ মে হাত-পা বেঁধে রাতভর পিটিয়ে তার বাবার হাত-পা ও দাঁত ভেঙে দেয়।

অভিযোগে বলা হয়, ওই দাদনকারবারিদের সঙ্গে ছকু মিয়ার দাদনের টাকা নিয়ে পুরোনো বিরোধ ছিল। ছকুর ছেলে মোজাম্মেলের সঙ্গে দাদনকারবারি মন্টু মিয়ার মেয়ের প্রেমের সম্পর্ক জানতে পেরে মন্টু তার ভাইদের নিয়ে ছকুকে রাতভর নির্যাতন করে।

আলমগীর, আংগুর, রনজু, মনজু, সনজু ও মন্টু মিয়া রাতভর ছকুকে পিটিয়ে গুরুতর আহত করে কোনো চিকিৎসার সুযোগ না দিয়ে পরদিন ১৬ মে দিনভর তাকে জিম্মি করে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

এক সপ্তাহ পর দামোদরপুর ইউপি চেয়ারম্যান এ জে এম সাজেদুল ইসলাম স্বাধীনের উপস্থিতিতে সালিশ বৈঠকে ‘ছেলের প্রেমের খেসারত’ হিসেবে ছকু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই টাকার জন্য ছকুর একমাত্র ঘরটিও ১৫ হাজার টাকায় বিক্রি করে দেন দাদনকারবারিরা। এরপর তাকে ভিটে ছাড়া করা হয়। পরে ছকু মিয়া আশ্রয় নেন গাজীপুরের শ্রীপুরে ছেলের বাসার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জুন মৃত্যু হয় তার।

পরে ছকুর ছেলে মোজাম্মেল বাবা হত্যার মামলা করতে চাইলে থানায় তার মামলা নেয়া হয়নি। উল্টো মোজাম্মেল ও তার বোনকে গ্রাম থেকে উচ্ছেদ করে ওই ছয় ভাই।

পরবর্তী সময়ে গত ১৬ জুন ছকু মিয়ার ছেলে মোজাম্মেল হক জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে (সাদুল্লাপুর) মামলা করেন। মামলায় ছয় ভাই আলমগীর, আংগুর, রনজু, মনজু, সনজু, মন্টুসহ নয়জনকে আসামি করা হয়। পরে আদালতের বিচারক শবনম মুস্তারী সাদুল্লাপুর থানাকে মামলা রেকর্ডভুক্ত করে ২৩ জুনের মধ্যে মরদেহ উত্তোলন ও ময়নাতদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

পুরো ঘটনায় শুরু থেকে একাধিক প্রতিবেদন প্রকাশ করে নিউজবাংলা।

আদালতের এই নির্দেশনা পাওয়ার পরই ছকু হত্যার প্রধান আসামি মন্টু মিয়ার স্ত্রী বাদী হয়ে তাদের মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গাইবান্ধা নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ আদালতে ছকুর ছেলে মোজাম্মেল, নিউজবাংলার গাইবান্ধা প্রতিনিধিসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় সাক্ষী হন ছকু হত্যা মামলার নয় আসামি।

এজাহারে বলা হয়, চলতি বছরের ১৫ মে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পূর্ব দামোদরপুর গ্রামের ওই তরুণীকে মোজাম্মেল হক, সাংবাদিক পিয়ারুল ইসলাম, তার ছোট ভাই ওয়ারেস সরকার, চাচা আসাদুল ইসলাম, একরামুল হক ও তার ছোট ভাই ইউসুপ আলী বাড়ির অদূরে একটি ব্রিজের সামনে থেকে অপহরণ করেন। পরে মোজাম্মেল তরুণীকে ঢাকার গাজীপুরে নিয়ে আটকে একাধিকবার ধর্ষণ করেন।

গত ২৮ জুলাই মামলার আবেদনটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয় আদালত। প্রাথমিক তদন্ত শেষে ৪ নভেম্বর মোজাম্মেল হক, সাংবাদিক পিয়ারুল ইসলাম, চাচা আসাদুল ইসলাম ও একরামুল হককে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন গাইবান্ধা পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা এসআই দীপংকর সরকার। প্রতিবেদনে মোজাম্মেল হককে অপহরণ ও ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়। এ ছাড়া বাকি তিনজনকে অপহরণের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়।

রিকশাচালক ছকু হত্যাকাণ্ডের আসামিরাই নারী নির্যাতন মামলার সাক্ষী।

এই মামলায় তদন্ত করতে গিয়ে ওই কিশোরীকে ধর্ষণের কোনো আলামত মেলেনি শারীরিক পরীক্ষায়। তদন্ত প্রতিবেদনের একটি অনুলিপি এসেছে নিউজবাংলার হাতে। সেখানে শারীরিক পরীক্ষার বরাত দিয়ে চিকিৎসকের মন্তব্য লেখা হয়েছে: ‘নো সাইন অফ ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স।’

তদন্ত কর্মকর্তার কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলছে গ্রামবাসী। তদন্ত কর্মকর্তা এসআই দীপংকর সরকার তার তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া কথা উল্লেখ করলেও তিনি কোনো ঘটনার আলামত জব্দ করতে পারেননি। এ ঘটনায় ভিকটিমের ১৬১ ধারায় স্বীকারোক্তি, সাক্ষীদের জবানবন্দি ও গ্রামবাসীর জিজ্ঞাবাদের ভিত্তিতে তিনি ঘটনার সত্যতা পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেন।

গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তদন্ত কর্মকর্তা মামলার আসামি মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। সে সময় মোজাম্মেলের সঙ্গে গ্রামের আরও কয়েক ব্যক্তিও পিবিআই কার্যালয়ে গিয়েছিলেন। সে সময় তদন্ত কর্মকর্তা তাদের কাছে ঘুষ চেয়েছিলেন এমন অভিযোগ করছেন তারা, কিন্তু ঘুষ দিতে রাজি না হওয়ায় পরবর্তী সময়ে আসামিপক্ষ কিংবা গ্রামবাসীর কোনো মতামত নেননি ওই তদন্ত কর্মকর্তা।

এ নিয়ে গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, 'ওই পুলিশ (তদন্তকারী কর্মকর্তা) মন্টু (টাকা) চাইছিল ১৫ হাজার। হামরা কিসক মন্টু দিমো? হামার তো অপরাধ নাই। সেই তেকনে (ঘুষ না দেয়া) ওমার ঠাই (বাদীপক্ষ) টেকা খায়া এগুলা করছে পুলিশ। এটা কোন বিচার হইলো?’

সেদিন একই গ্রামের ভ্যানচালক মধু মিয়াও যান পিবিআই অফিসে। তিনি বলেন, 'একে একে সব শুনছে। আসার আগে হাত দিয়ে টেকার ইশারা করে পুলিশ। হামরা কছি, সত্যের পথে ফাঁসি হোক। টেকা দিবের পাব না।'

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা দীপংকর সরকার নিউজবাংলাকে বলেন, ‘তদন্তের সময় ভিকটিম ১৬১ ধারায় ঘটনার সত্যতা আমাদের নিশ্চিত করেছে, পরে সে আবার আদালতেও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। একাধিক গ্রামবাসী ও সাক্ষীর জবানবন্দি রয়েছে। আমি তদন্তে যা পেয়েছি তাই তুলে ধরেছি। বাকিটা আদালত দেখবে।’

গ্রামবাসীর কাছে ঘুষ চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অসম্ভব, এমন কিছু হয়নি।’

এদিকে যে তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে, তিনি নিজেই স্বীকার করেছেন এমন কোনো ঘটনা ঘটেনি, বরং ছকুর ছেলে মোজাম্মেলের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। এই স্বীকারোক্তির মোবাইলে ধারণ করা একটি ভিডিও ফুটেজ হাতে এসেছে নিউজবাংলার।

ভিডিওতে দেখা যায়, গ্রামবাসীকে ওই তরুণী বলছেন, ‘দুই-তিন বছর ধরে মোজাম্মেলের সঙ্গে প্রেমের সম্পর্ক আমার। আমাক কেউ অপহরণ, ধর্ষণ করে নাই। বাপ, চাচা, জ্যাঠা প্রতিদিন আমাকে মারধর করত। মোজাম্মেলকে মারার হুমকি দিত। আমি তো নিরুপায় হয়ে পুলিশের কাছে ও গাইবান্ধা আদালতে মিথ্যা জবানবন্দি দিয়েছি।’

পরবর্তী সময়ে আদালতে গেলে সত্য বলবে বলেও জানান তরুণী।

ছকু হত্যা মামলাটির কার্যক্রম ভিন্ন খাতে প্রবাহিত করতে উদ্দেশ্যমূলকভাবে এ মামলাটি করা হয়েছে বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর হোসেনও। সেই সঙ্গে প্রতিবেদন প্রকাশ করে ঘটনাটি জনসমক্ষে আনায় নিউজবাংলার প্রতিবেদকের ওপর ক্ষোভ জন্মানোয় তাকেও পরিকল্পিতভাবে মিথ্যা গল্প সাজিয়ে সেই মামলায় আসামি দেখানো হয়েছে।

তিনি বলেন, ‘আমার মক্কেল মোজাম্মেল একটি চাঞ্চল্যকর হত্যা মামলার বাদী। এ ছাড়া আরেকজন মামলাটির সাক্ষী। আর সাংবাদিক পিয়ারুল নির্যাতিত ছকুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করাসহ ঘটনাটি ফলাও করে বেশ কয়েকটি প্রতিবেদন করেন; যা দেখে নির্যাতন ও হত্যার ঘটনাটি জেলাজুড়ে আলোচনায় আসে।’

এ বিভাগের আরো খবর