বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নবীনগরে জোড়া খুন: সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আত্মগোপনে

  •    
  • ১৯ ডিসেম্বর, ২০২১ ১৮:২৫

পরিবারের দাবি, হামলা হয়েছে আসন্ন ইউপি নির্বাচনের জেরেই। কারণ এরশাদুল চেয়ারম্যান পদের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। পুলিশেরও ধারণা, নির্বাচনি বিরোধের জেরেই হত্যা করা হয়েছে তাকে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীসহ জোড়া খুনের পর আত্মগোপনে গেছেন বাকি ছয় সম্ভাব্য প্রার্থী।

নাটঘর ইউপির নান্দুরা গ্রামে শুক্রবার ওই ঘটনার পর পরই গ্রাম ছেড়েছেন সম্ভাব্য ছয় চেয়ারম্যান প্রার্থী। তাদের মধ্যে দুজনকে শনিবার করা মামলায় আসামি করা হয়েছে।

ওই ছয় প্রার্থী হলেন নোয়াব মোল্লা, রফিকুল ইসলাম রতন, শামীম আব্দুল্লাহ, সাইফুল ইসলাম, লিয়াকত আলী ও ডা. মহিন উদ্দিন মহিন।

এর আগে শুক্রবার রাতে মাহফিল থেকে ফেরার পথে নাটঘর ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও নাটঘর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এরশাদুল হককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন এরশাদুলের সহযোগী বাদল সরকার।

পরিবারের দাবি, হামলা হয়েছে আসন্ন ইউপি নির্বাচনের জেরেই। কারণ এরশাদুল চেয়ারম্যান পদের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। পুলিশেরও ধারণা, নির্বাচনি বিরোধের জেরেই হত্যা করা হয়েছে তাকে।

এরশাদুলের ভাই আখতারুজ্জামানের জানান, সম্ভাব্য সাত চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তার ভাইসহ ছয়জনই আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। শুধু ডা. মহিন উদ্দিন মহিন বিএনপির সমর্থক।

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকে তাদের কাউকেই গ্রামে পাওয়া যায়নি। শনিবার রাত ১২টার দিকে মামলা করি। সেই মামলায় রফিকুল ইসলাম রতন ও শামীম আব্দুল্লাহর নাম দিয়েছি। যেহেতু মামলা দেয়া হয়েছে তারা বুঝেশুনেই এখন প্রকাশ্যে আসবেন।’

আখতারুজ্জামানের দাবি, ‘আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সবাই এক। তাদের মধ্যে যে কাউকেই মনোনয়ন দিলে তারা খুশি। তবে আমার ভাইকে ১১ গ্রামের মানুষ সমর্থন দিয়েছে। তাই আমার ভাইয়ের প্রতি তারা ঈর্ষান্বিত ছিল।’

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, মনোনয়নপ্রত্যাশী হিসেবে এলাকায় কারা নেই সেই বিষয়টি আমি জানি না। তবে মামলার এজাহারে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর