জুতা পরে শহীদ মিনারের বেদিতে উঠে নির্বাচনি সভা করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের নৌকার প্রার্থী এ কে সামসুদ্দিন আবু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার একাধিক ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
স্থানীয়রা জানিয়েছে, ১৩ ডিসেম্বর ইউনিয়নের এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের শহীদ মিনারে এ সভা হয়। তবে ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে শনিবার থেকে।
নৌকা প্রতীকের প্রার্থী আবু মিয়া রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে চরমোন্তাজ ইউনিয়নে নির্বাচন হবে। ওই নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু মিয়ার সমর্থনে এ সভাটি হয়।
স্থানীয়দের অভিযোগ, জুতা পায়ে দিয়ে শহীদ মিনারের বেদিতে আবু মিয়াসহ দলীয় নেতাকর্মীরা বৈঠকে মিলিত হন। সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, শহীদ মিনারের সামনে অর্থাৎ বেদির ওপর সাজানো চেয়ারের সারিতে বসে ছিলেন আবু মিয়া ও দলীয় নেতাকর্মীরা। মাত্র তিনজন ছাড়া সবার পায়েই জুতা পরা ছিল।
বিষয়টি অস্বীকার করে আবু মিয়া বলেন, ‘আমি ওখানে দাঁড়িয়ে বৈঠক করেছি। পায়ে জুতা ছিল না।’
ছবিতে যে জুতা দেখা গেছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘ওগুলো ভুয়া। আমি কি আওয়ামী লীগ করি না? এখন আমি উঠান বৈঠকে, আমি পরে কথা বলব।’
এই বলে তিনি ফোনের লাইন কেটে দেন।
চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, ‘সোমবার বিকেলে এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রার্থীর বৈঠক হয়েছিল। সেখানে বেদিতে জুতা পরে বসে থাকার বিষয়টি আমার জানা নেই। প্রার্থীদের বৈঠকে কোনো পুলিশ সদস্য উপস্থিত থাকেন না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান বলেন, ‘গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এটি দুঃখজনক। এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।’