কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিপক্ষের হামলায় আহত এক মৎস্যচাষির মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শুক্রবার বিকেলে হামলার শিকার হলে গুরুতর অবস্থায় তাকে সেখানে ভর্তি করা হয়।
নিহত ৫৫ বছর বয়সী দানেজ আলীর বাড়ি ধরমপুর ইউনিয়নের বিলশুকা ভবানীপুর গ্রামে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
স্থানীয়দের বরাতে তিনি জানান, জমি ও মাছ চাষকে কেন্দ্র করে দানেজ আলীর সঙ্গে প্রতিবেশি জিয়াউল ইসলাম জিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে এর আগেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দানেজ আলী বিলশুকা ভবানীপুর মাঠপাড়ায় গমের জমি দেখতে গেলে লোকজন নিয়ে জিয়াউল ইসলাম তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে তাকে অচেতন অবস্থায় পায়। দ্রুত তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারা।
অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
ওসি মজিবর আরও জানান, নিহতের ছেলে উজ্জ্বল হোসেন শুক্রবার রাতে ভেড়ামারা থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন। এতে জিয়াউল ইসলামকে প্রধান করে ১০ জনকে আসামি করা হয়েছে।
নিহত দানেজের ভাই আকুব্বার হোসেন বলেন, ‘মাঠে আমার ভাইকে একা পেয়ে জিয়াসহ তার লোকজন পিটিয়ে ও কুপিয়ে মাথা ও দুই হাত-পা থেঁতলে দেয়। এ সময় আমার ভাই অচেতন হয়ে গেলে তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। খবর পেয়ে আমার আরেক ভাই ও ভাবি ঘটনাস্থলে যাওয়ার পথে তাদের ওপরও হামলা করা হয়।’
নিহতের ছেলে উজ্জ্বল বলেন, ‘আসামিরা খুবই বেপরোয়া। বিভিন্ন সময় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় তারা থাকেন। এ কারণে কেউ টুঁ শব্দটিও করতে পারে না। জিয়ার বিরুদ্ধে মাদকসহ নানা অপরাধের মামলা আছে।’