গোপালগঞ্জে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে একজনের বিরুদ্ধে।
টুঙ্গিপাড়া উপজেলার বর্নি গ্রামে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
আহত কেয়া মনির মা জেসমিন বেগম জানান, ২০১৭ সালে সদর উপজেলার পুরাতন মানিকদাহ্ গ্রামের ঈসমাইল মুন্সির সঙ্গে বিয়ে হয় তার মেয়ের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য কেয়াকে শারীরিক নির্যাতন করতেন ঈসমাইল।
এ ছাড়া ঈসমাইল মাদকসেবী হওয়ায় বিভিন্ন সময় স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলতেন। টাকা না পেলেই নির্যাতন শুরু হতো। নির্যাতন সহ্য করতে না পেরেই বাবার বাড়িতে চলে গিয়েছিলেন কেয়া।
তিনি অভিযোগ করেন, ওই ঘটনার জেরে শনিবার সহযোগীদের নিয়ে তাদের বাড়ি গিয়ে কেয়াকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যান ঈসমাইল। পরে স্থানীয়রা তার মেয়েকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।