দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা সংক্রমণ ধরা পড়েছে ১২২ জনের দেহে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ নিয়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪৭ জনের।
গত ২৪ ঘণ্টায় দেশের ৮৪৮টি ল্যাবে করোনার ১৩ হাজার ৯৭১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ।
গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছে ১৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ লাখ ৪৬ হাজার ৪০৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৯৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩ ও নারী ১ জন। এদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ৩ ও ষাটোর্ধ্ব ১ জন।
বিভাগ অনুযায়ী ঢাকায় ১, খুলনায় ২ ও বরিশাল ১ জনের মৃত্যু হয়েছে। বাকি ৫ বিভাগে কোনো মৃত্যু হয়নি।