রাজবাড়ী সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নৌকার প্রার্থীর অফিসে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।
আলীপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বজলুর রশিদ মিলন শনিবার সকালে রাজবাড়ী সদর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মিলন নিউজবাংলাকে বলেন, ‘শুক্রবার নির্বাচনি প্রচার শেষে যে যার বাড়ি চলে যায়। এরপর সকালে গিয়ে দেখা যায় ৫ নম্বর ওয়ার্ডের ঢুলিপাড়া এলাকার অফিসে কারা যেন আগুন দিয়েছিল। আমার ধারণা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বক্কার সিদ্দিকীর সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে।’
এ অভিযোগের বিষয়ে আনারস প্রতীকের আবু বক্কার বলেন, ‘এসব জঘন্য কাজ আমরা কখনও করি না। কারও অফিস ভাঙচুর করে কখনও ভোট পাওয়া যায় না। ভোট তো দেবে জনগণ। আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছি।
‘আমরা চাই, প্রশাসন যেন এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে। আমি যদি দোষী হই, তাহলে যে শাস্তি দেয়া হবে তা মাথা পেতে নেব।’
ওসি বলেন, ‘সকালে এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’